নামমাত্র খরচেই এবার পাবেন জন্মতারিখ হোক বা অন্য কিছু মিলবে পছন্দের Jio নম্বর

বর্তমানে জিও (Jio), ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে বৃহত্তম টেলিকম সংস্থা হিসাবে নিজের জায়গা করে নিয়েছে। এই টেলিকম সংস্থার গ্রাহক সংখ্যা ৪০ কোটির বেশি। দেশের প্রায় বেশিরভাগ মানুষই জিও (Jio) টেলিকম সংস্থার সিম কার্ড ব্যবহার করেন। অনেক মানুষই জানেন না যে এই বিখ্যাত টেলিকম সংস্থার পক্ষ থেকে তাদের গ্রাহকদের কোন কোন সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় সেই সম্পর্কে।

আরো পড়ুন: মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করুন ১৩ টি প্রাণী, আর মেতে উঠুন অসাধারণ এই খেলায়

আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত। আপনাদের জানিয়ে রাখি যে, এই জনপ্রিয় টেলিকম সংস্থা জিওর পক্ষ থেকে তাদের গ্রাহকদের জন্ম তারিখ অথবা অন্য কোনো স্মরণীয় বিষয় দিয়ে মোবাইল নম্বর বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়ে থাকে, তবে এই সুযোগ সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল নন। গ্রাহকদের এমন সুবিধা দেওয়ার জন্য জিও চালু করেছে জিও ভিআইপি নম্বর (Jio VIP Number)। নিজেদের পছন্দমত নম্বর পেতে গ্রাহকদের তেমন খরচও করতে হয় না।

নিজের পছন্দমত নম্বর পেতে গ্রাহকদের মাত্র ৪৯৯ টাকা খরচ করতে হবে। এই সুযোগ করে দেওয়া মানে এমন নয় যে, আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত সব নম্বর বেছে নিতে পারবেন। এর মাধ্যমে আপনি শেষের চারটি অথবা শেষের ছয়টি নম্বর নিজের পছন্দমত বেছে নিতে পারবেন। নিজের পছন্দের নম্বর বেছে নেওয়ার জন্য গ্রাহককে প্রথমে https://www.jio.com/selfcare/choice-number/ ওয়েবসাইটে গিয়ে নিজের পছন্দের নম্বর বুক করার অপশনে ক্লিক করতে হবে।

আরো পড়ুন: না শ্রীদেবী,না মাধুরী,না আলিয়া! ১০০ কোটির ক্লাবে প্রথম নাম লেখান বলি পড়ার এই অভিনেত্রী, আজও স্বর্ণাক্ষরে জ্বলজ্বল করছে তার নাম

তবে বুক করার আগে আপনাকে আপনার নাম, পিন কোড, মোবাইল নম্বর দিতে হবে এবং আপনি কি ধরনের পছন্দের নম্বর চান তা দিতে হবে। সবকিছু ঠিকঠাক দেওয়া হলে আপনার সামনে একটি নম্বরের তালিকা দেওয়া হবে এবং তা থেকে আপনি আপনার পছন্দের নম্বর বেছে নিতে পারবেন। জিওর (Jio) তরফ থেকে যে নম্বরের তালিকা দেওয়া হবে, সেই তালিকা থেকে আপনি নিজের পছন্দমত নম্বর বেছে নেওয়ার পর আপনাকে পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার ২৪ ঘন্টার মধ্যে আপনার নম্বর অ্যাক্টিভ করা হবে। এইভাবে খুব কম খরচে আপনি আপনার পছন্দের মোবাইল নম্বর পেয়ে যাবেন।