কাজের সন্ধানে অথবা ভ্রমণের উদ্দেশ্যে আমরা প্রতিদিন ট্রেনে (Indian Railways) করে এক স্থান থেকে অন্য স্থানে যাই। ভ্রমণের উদ্দেশ্যে যদি আমরা যাতায়াত করি সেক্ষেত্রে বেশ কয়েক মাস আগে থেকেই টিকিট বুক (Ticket Book) করে রাখতে হয় কিন্তু যদি অসুস্থতার কারণে হোক অথবা কোন অ্যামার্জেন্সি কারণে আমাদের যাতায়াত করতে হয়, সেক্ষেত্রে কয়েক মাস আগে থেকে বুকিং করা সম্ভব নয়।
বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক হওয়া সত্ত্বেও ক্রমবর্ধমান যাত্রীদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে কিছুটা পিছিয়ে রয়েছে ভারতীয় রেল(Indian Railways)। প্রতিদিন যেভাবে যাত্রীদের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাদের সংরক্ষিত ট্রেনে (Train) কনফার্ম টিকিট সিট পাওয়া ভীষণভাবে চ্যালেঞ্জিং একটি ব্যাপার। এই সমস্যাটি বিশেষভাবে দেখা যায় উত্তরপ্রদেশ-বিহারগামী ট্রেনে। এছাড়াও দূরপাল্লার যে কোন ট্রেনে (Train) এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের। তবে আজ আপনাদের এমন একটি কৌশল বলে দেব যা ব্যবহার করলে আপনি যেকোনো সময় কনফার্ম(Confirm) টিকিট বুক করতে পারেন।
আরো পড়ুন: রাম থেকে রাবণ, সীতা থেকে লক্ষণসহ হনুমান!দেখুন AI নির্মিত আদিপুরুষ ফিল্মের ৯ তারকার ছবিগুচ্ছ
এই কৌশলের মাধ্যমে একদিকে যেমন আপনাকে তৎকাল টিকিটের জন্য অপেক্ষা করতে হবে না তেমন অন্যদিকে আসল টিকিটের থেকে অনেক কম মূল্যে আপনি টিকিট পেয়ে যাবেন। তবে এই কৌশলটির মাধ্যমে প্রতিবার আপনি কনফার্ম টিকিট পাবেন তা জোর গলায় বলা যায় না, যদিও সম্ভাবনা অনেকটাই থাকে কনফার্ম টিকিট পাওয়ার। এই টিকিট পাওয়ার জন্য কনফার্ম টিকিটের থেকে একটু বেশি খরচ করতে হবে আপনাকে যদিও তৎকাল টিকিটের তুলনায় অনেকটাই কম খরচ হবে আপনার।
আপনার গন্তব্য যে রুটের, সেই রুটের কিছু প্রধান ট্রেনে আপনি এটি চেষ্টা করে দেখতে পারেন। ধরুন আপনাকে A বিন্দু থেকে B বিন্দু পর্যন্ত যেতে হবে। কিন্তু কোন খালি সিট আপনি পাননি। এমতাবস্থায় আপনি Aবিন্দু থেকে C বা D বিন্দুর টিকিট খুঁজুন। এই কাজটি করলে আপনার টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
আরো পড়ুন: মাত্র ১০ মিনিটেই হবে ফুল চার্জ, এক চার্জেই দৌড়বে ১২০০ কিলোমিটার! নতুন গাড়ি আনল টয়োটো
চলুন আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি দিল্লি থেকে বিহারের বক্সার স্টেশনের জন্য টিকিট খুজছেন। হাতে রয়েছে মাত্র ৪ দিন। এমতাবস্থায় আপনি গন্তব্য পরিবর্তন করে পাটনায় টিকিট কাটুন, এর ফলে আপনার ২০০ টাকা বেশি খরচ হলেও আপনি কনফার্ম টিকিট পেয়ে যাবেন। তৎকাল যে টিকিটের দাম ২০০০ টাকা সেটি আপনি ১,৪০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। যদিও এটা ফুল প্রুফ প্রমাণিত নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন কনফার্ম টিকিট।