কোনভাবে যদি রাতে মশারি টাঙ্গাতে ভুলে যাই তাহলে আর কথা নেই। সারারাত একেবারে দায়িত্ব সহকারে মশা (Mosquito) আমাদের কানের কাছে গান শোনাতে চলে আসবে। সারা ঘরে এত জায়গা থাকতে ঠিক কানের কাছে এসে গুনগুন করে যে মশারা কি পায় তা আজ আমরা বলব আপনাকে।
মশা কামড়ানোর থেকে অনেক বেশি অস্বস্তিকর হল মশা যখন কানের কাছে যখন গুনগুন করে। অন্ধকারে হাত পা চালিয়ে কিছুতেই মশা মারা যায় না কিন্তু মশার গুনগুন আওয়াজ আমাদের শুনে যেতেই হয়। আজ আপনাকে জানাবো ঠিক কি কারনে আপনার কানের কাছে এসে মশা গান শোনায়?
আরো পড়ুন: দেশজুড়ে বাড়ানো হবে ইন্টারনেটে স্পিড! ফাইভ জি নিয়ে বড়সড়ো ঘোষনা রিলায়েন্স জিও-র
আমাদের দেহে যে সমস্ত মশা কামড়ায় তারা হলো বিশেষ প্রজাতির স্ত্রী মশা। আমরা সকলেই জানি পুরুষ মশা সাধারণত রক্ত পান করে না। পুরুষ মশা গাছের পাতার রস অথবা ফুলের রেনু থেকে প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে। তবে পুরুষ এবং নারী উভয় মশাই আপনার কানের কাছে ঘোরাফেরা করে, যার পেছনে রয়েছে অন্য একটি কারণ।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, মানুষের শরীর থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইডে আকৃষ্ট হয়ে মূলত মশা আমাদের কানের কাছে ঘোরাফেরা করে। আমাদের কানের কাছে একটি দুর্গন্ধ থাকে সেটা হয়তো আমরা বুঝতে পারি না কিন্তু মশারা এই গন্ধের টানে আমাদের কানের কাছে চলে আসে।
আরো পড়ুন: RBI এর বড় ঘোষণা, গুগল পে ফোন পে-র নিয়মে বড়সড়ো পরিবর্তন, না জানলে পড়বেন বড়সড়ো সমস্যায়
যখনই কার্বন ডাই অক্সাইড অনুভব করার কারণে সেন্সরের নির্দেশনায় মশারায় উড়তে উড়তে কানের কাছে চলে আসে তখনই আমরা এই অযাচিত পতঙ্গের আওয়াজ শুনতে পাই কানের কাছে। যে গুনগুন আওয়াজ আমরা শুনতে পাই সেটি হল আসলে মশার পাখার আওয়াজ যা প্রতি সেকেন্ডে প্রায় ৫০০ বারের মতো ডানা ঝাপটায়। এত ঘনঘন দ্বারা ঝাপটানোর কারণেই একটি আওয়াজ তৈরি হয় যা আমাদের কানে গুন গুন আওয়াজের মতো আসে।