শুধু মুম্বাইয়ের নয় এমনকি ভারতের নয়, সম্পূর্ণ এশিয়ার সবথেকে দামি এবং বিলাসবহুল বাড়ি হল অ্যান্তেলিয়া (Antelia)। মুকেশ আম্বানি (Mukesh Ambani) নির্মিত এই ২৭ তলা বাড়িটি সাধারণ মানুষের কাছে নিঃসন্দেহে একটি দর্শনীয় স্থান। এই বাড়িতে সর্বসাকুল্যে বসবাস করেন ৭ জন। বাড়িটি বাইরে থেকে দেখলে কখনোই আন্দাজ করতে পারবেন না বাড়িটির ভেতরে কি রয়েছে।
এই বাড়িতে সমস্ত ধরনের সুযোগ সুবিধা রয়েছে, যার ফলে আপনাকে বাড়ি থেকে কোথাও বেরোতে হয় না কোন সুযোগ সুবিধা পাওয়ার জন্য। তিনটি হেলিপ্যাড, স্পা, বলরুম, টেরেস গার্ডেন, থিয়েটার হল কি নেই এই বাড়িতে?
আরো পড়ুন: বাংলা সিনেমায় এখন তারকা নেই, সবাই তড়কা! আবারো বিস্ফোরক অভিনেতা বিপ্লব চ্যাটার্জী
অত্যন্ত উন্নত প্রযুক্তিতে বানানো হয়েছে এই বাড়িটিকে যার ফলে রিখটার স্কেলে ৮ মাত্রা ছাড়িয়ে গেলেও ভূমিকম্পে কোনরকম সমস্যা হবে না এই বাড়ির।
লন্ডনের বাকিংহাম প্যালেসের পর বিশ্বের দ্বিতীয় দামি সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয় মুকেশ আম্বানির এই বাড়িটিকে। যদিও মুম্বাই ছাড়াও মুকেশ আম্বানির আরও বাড়ি রয়েছে কিন্তু এই বাড়িটি মুকেশ আম্বানির এবং তার পরিবারের ভীষণ পছন্দের এবং কাছের একটি বাড়ি। এই বাড়িটির দাম বর্তমানে ভারতীয় মুদ্রায় প্রায় ১৫০০ কোটি টাকা।
আরো পড়ুন: নিয়ম না মানলেই খসাতে হবে মোটা অঙ্কের জরিমানা! পশ্চিমবঙ্গে এক সঙ্গে কতটা মদ কেনা যায়?
অ্যান্টিলিয়ার আরো একটি বিশেষত্ব হলো এই বাড়িতে কোন এসি নেই কারণ এই বাড়িটি এমন ভাবেই তৈরি করা হয়েছে যাতে গরমকালে ঠান্ডা এবং ঠান্ডায় গরম থাকে এই বাড়িটি। বাড়ির একদম টপ ফ্লোরে পরিবারের সদস্যরা থাকেন। বাকি ফ্লোরে থাকেন প্রায় ৩০০ জন কর্মী। কয়েকটি ফ্লোর রেখে দেওয়া হয়েছে অতিথিদের জন্য।
যে কোনো অতিথি এলে বাড়িটিকে একেবারে অন্যরকমভাবে সাজিয়ে তোলা হয়। যেকোনো অনুষ্ঠানে বাড়িটি সেজে ওঠে রাজকীয়ভাবে। অতীতের আপ্যায়নের জন্য বিদেশ থেকে নিয়ে আসা হয় বাবুর্চি।
এক কথায় অতিথিরা এই বাড়িতে সমস্ত সুযোগ সুবিধা পান। এই বাড়িটির সমস্ত তত্ত্বাবধান করেন মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি। আপনার জন্য রইল এই বাড়ির অন্তসজ্জার বেশ কিছু ছবি যা দেখে আপনি মুগ্ধ না হয়ে থাকতে পারবেন না।