জিতেছে পাঁচ পাঁচ টি বিশ্বকাপ, অথচ বিশ্বে নেই এই দেশের কোন অস্তিত্ব!

পাঠ্য পুস্তক ছাড়াও বাইরের আমাদের কাছে সমান জরুরী কারণ জেনারেল নলেজ (General Knowledge) যদি আমাদের না থাকে সেক্ষেত্রে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের সমস্যায় পড়তে হতে পারে। এই জেনারেল নলেজ এমন একটি বিষয় যা আপনাকে আরো বেশি বুদ্ধিমান এবং স্মার্ট করে তোলে।

General Knowledge

ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন অথবা বর্তমান রাষ্ট্রপতি কে, এই সব কিছুই জেনারেল নলেজের মধ্যেই অন্তর্গত। তবে আজ এমন একটি প্রশ্ন আপনাদের কাছে নিয়ে আসব যার উত্তর হয়তো আপনি জানতেন না এতদিন। বলুন তো আমাদের বিশ্বে এমন কোন দেশ রয়েছে, যে দেশ পাঁচটি বিশ্বকাপ জিতলেও সেই দেশের কোন অস্তিত্ব নেই আমাদের সারা বিশ্বে?

আরো পড়ুন: পাথর ভাঙ্গার কাজ দিয়ে শুরু করেছিলেন ক্যারিয়ার, এখন কোথায় হারিয়ে গেলেন বালিপাড়ার এই জনপ্রিয় খলনায়ক!

আপনি যদি খেলার দুনিয়ার মানুষও হন তাহলেও বলে রাখি আপনি হয়তো এই প্রশ্নটির উত্তর দিতে পারবেন না। এ বছরের উত্তর দিতে গেলে একটা কথা অবশ্যই মাথায় আসবে এমন কোন দেশ কেন বিশ্বকাপে(World Cup) অংশগ্রহণ করবে যে দেশের আদৌ কোন অস্তিত্বই নেই?

General Knowledge
এ বছরের উত্তর দিতে গেলে একটু বুদ্ধি খাটাতে হবে আপনাকে। আগে চলুন উত্তরটি বলে নি। উত্তরটি হলো ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় অঞ্চলের ১৩ টি দেশের ক্রিকেট বোর্ড ওয়েস্ট ইন্ডিজ নামে একটি দল গঠন করে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করে। আলাদা করে ওয়েস্ট ইন্ডিজ বলে কোন দেশের অস্তিত্ব নেই আমাদের বিশ্বে।

আরো পড়ুন: রবীনা-শিল্পা নয় অক্ষয় কুমারের প্রথম প্রেমিকা ছিলেন এই অভিনেত্রী

ওয়েস্ট ইন্ডিজ ১৯৭৫ এবং ১৯ ৭৯ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপ এবং ২০১২ এবং ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। শুধু তাই নয়, ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল। তাহলে একটা অজানা প্রশ্নের উত্তর আপনার জানা হয়ে গেল। আর দেরি না করে এই প্রশ্নটি সকলকে জিজ্ঞাসা করুন এবং দেখুন কতজন এই প্রশ্নের সঠিক উত্তর জানে?