জ্যাঠা,কাকা নয় চাঁদকে কেন আমরা মামা বলে ডাকি! এর পেছনের কারণ জেনে চমকে যাবেন আপনিও

ছোটবেলা থেকেই বিভিন্ন গান এবং ছড়ায় আমরা চাঁদকে মামা বলে ডেকে এসেছি। যদিও আমরা সূর্যকেও(Sun)মামা বলে থাকি। কিন্তু আজ আপনাকে জানাবো কেন চাঁদকে(Moon)মামা বলা হয়? শুধু ছন্দ মেলানোর জন্য নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ ? জেনে নেওয়া যাক বিস্তারিত।

Moon

আসলে হিন্দু পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থন চলাকালীন সমুদ্রের ভেতর থেকে বিভিন্ন উপাদান বেরিয়ে আসতে শুরু করে। এই উপাদানের মধ্যে ছিল মা লক্ষ্মী, চাঁদ বারুণী এবং বিষ। সমুদ্র মন্থন কালে মা লক্ষ্মী সমুদ্র থেকে বেরিয়ে এসে ভগবান শ্রী বিষ্ণুর কাছে গিয়েছিলেন।

আরো পড়ুন: বাজারে ছড়িয়ে পড়েছে নকল ইলিশ! কীভাবে করবেন আসল নকলের পার্থক্য! জানুন বিস্তারিত

হিন্দু পুরান মত অনুযায়ী, দেবী লক্ষ্মীকে মা বলে সম্বোধন করা হয় তাই সমুদ্র মন্থনের পর যে সমস্ত উপাদান বেরিয়ে এসেছে সমুদ্র থেকে সেই সমস্ত উপাদানকে লক্ষ্মীর ছোট ভাই বা ছোট বোন হিসেবে বিবেচনা করা হতো। সমুদ্র মন্থনের সময় চাঁদের উদ্ভব হয়েছিল বলে চাঁদকে মা লক্ষ্মীর ছোট ভাই হিসেবে বিবেচনা করা হয়। আমরা যেহেতু দেবী লক্ষীকে মা হিসেবে পূজা করি তাই চাঁদকে মামা বলে ডাকি।

Moon

আরো পড়ুন: কেবল মাত্র ১ % জিনিয়াস লোকেরাই পারবেন এই সাংকেতিক চিহ্ন দেখে ছবিতে থাকা ব্যক্তিটির নাম বলতে

এছাড়াও আরো একটি কারণ রয়েছে। আমরা সবাই জানি চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে এবং ভাইয়ের মতো দিনরাত পৃথিবীর সঙ্গে থাকে। এক্ষেত্রেও পৃথিবীকে যেহেতু আমরা মায়ের আসনে বসিয়ে রাখি তাই চাঁদকে মায়ের বোন অর্থাৎ মামা বলে ডাকি। তাই মামা শুধুমাত্র ছন্দ মেলানোর জন্য নয়, দেবী লক্ষ্মী বা পৃথিবীর ভাই চাঁদকে আমরা মামা বলে ডাকি যথার্থ সম্মান দিয়ে।