বাংলা টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিকের সঞ্চালক কে

বাংলা সিনেমার (Bengali Television) অনেক অভিনেতা-অভিনেত্রীরাই এখন সঞ্চালক বা সঞ্চালিকা ভূমিকায় মানুষকে মনোরঞ্জন দিয়ে থাকেন। এই সঞ্চালনার দায়িত্বে আমাদের প্রিয় দাদা তথা মহারাজ সৌরভ গাঙ্গুলীকেও (Sourav Ganguly)দেখতে পাওয়া যায়। বাংলা টিভি চ্যানেলে একাধিক সঞ্চালক দেখা গেলেও সঞ্চালিকা বলতে আমাদের প্রথমেই মাথায় আসে রচনা বন্দ্যোপাধ্যায়ের(Rachana Banerjee) নাম।

আরো পড়ুন: ভুলেও বাড়িতে লাগাবেন না এই গাছগুলি, নাহলে আর্থিক অনটনের পাশাপাশি জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার

গত ১০ বছর ধরে জি বাংলা পরিচালিত “দিদি নাম্বার ওয়ান” নামক একটি অনুষ্ঠানে মানুষকে মনোরঞ্জন দিয়ে চলেছেন এই সঞ্চালিকা। রচনা বন্দ্যোপাধ্যায় ছাড়া দিদি নাম্বার ওয়ান আমরা ভাবতেই পারি না। এত বছর একাধারে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিনয় করে এখন তিনি শুধুই দিদি নাম্বার ওয়ান। এবার আপনার মনেই হতে পারে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালিকা হিসেবে সবথেকে বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন কিন্তু আসলে তা একেবারেই নয়। সব থেকে বেশি পারিশ্রমিক নেন যে অভিনেতা তিনি আর কেউ নন টলিউডের মিষ্টি অভিনেতা যীশু(Jisu Sengupta)।

ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্র সমানভাবে অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন একাধিক বড় বড় পরিচালকদের সঙ্গে। টলিউড থেকে বলিউডেও অভিনয় করেছেন তিনি। বারবার নিজেকে ভেঙ্গেচুরে নতুনভাবে মানুষের কাছে উন্মোচন করেছেন যীশু। এখানে পরিস্থিতিতে যীশুর পারিশ্রমিক যে আকাশ ছোঁয়া হবে তা বলাই বাহুল্য।

আরো পড়ুন: স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ আবেদন

কিছু বছর আগে জি বাংলা সারেগামাপা-তে সঞ্চালনার দায়িত্ব নিজের কাজে তুলে নিয়েছিলেন যীশু। কিন্তু বর্তমানে জি বাংলার আর কোন অনুষ্ঠানে তাকে দেখা যায় না বরং তিনি এখন স্টার জলসার সুপার সিঙ্গার নামক একটি অনুষ্ঠানে সঞ্চালনা করছেন।

জানা গেছে, যীশু সেনগুপ্তের সঞ্চালনার সুবাদে পারিশ্রমিক এতটাই বেশি দিতে হয়, পরিচালকদের যে মাঝে মাঝে বিচারকদের মধ্যে কাউকে বাদ দেওয়ার কথাও ভাবনা চিন্তা করতে হয় তাদের। যীশুর কাছে এই প্রশ্ন রাখা হলে তিনি অবশেষে স্বীকার করেছেন যে মোটা অংকের পারিশ্রমিক নেন তিনি। তবে বিচারকদের বাদ দেবার কথা বললে তিনি বলেন, এটা একান্তই চ্যানেলে সিদ্ধান্ত।