বর্তমান যুগে মানুষ কেমন তা বোঝা(Identify) ভীষণভাবে মুশকিল কিন্তু আপনি যদি সঠিকভাবে মানুষ চিনতে চান তাহলে আপনাকে আজকে এমন একটি পদ্ধতি বলে দেব যাতে আপনি মানুষ চিনতে পারেন খুব সহজে। সাইকোলজিক্যাল(Psychological Facts)ফ্যাক্ট বলছে, কারোর বসার ভঙ্গি থেকে অনায়াসে বুঝে যাবেন সেই মানুষটি কেমন।
১)এক ব্যক্তি বসার সময় যদি হাঁটু একসঙ্গে কিন্তু পায়ের দুই পাতার মধ্যে দূরত্ব রেখে বসে তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি একেবারে চিন্তামুক্ত হয়ে থাকেন সব সময়। যেকোনো কঠিন সময় তিনি অনায়াসে পার করে ফেলতে পারেন তাই সবসময় স্বাভাবিকভাবে বসতে পারেন। পরিকল্পনাহীন জীবনযাপনে এই সমস্ত ব্যক্তি অভ্যস্ত।
২)যদি কাউকে দেখেন তিনি পায়ের ওপর পা তুলে বসে আছেন তাহলে বুঝতে হবে তিনি ভীষণ উচ্চাকাঙ্ক্ষী। হাসিখুশি হয়ে জীবন কাটাতেই প্রাধান্য দেন সেই ব্যক্তি।
আরো পড়ুন:- বিয়ের খাতিরে হিন্দু ধর্মকে ত্যাগ করে ইসলাম ধর্মকে আপন করেছেন বলিউডের এই ৬ অভিনেত্রী
৩)যদি কোন মানুষ হাঁটু ফাঁক করে পায়ের পাতা একসঙ্গে করে সোজা হয়ে বসে থাকেন তাহলে বুঝতে হবে তারা সহজে কাউকে বিশ্বাস করেন না। কথা বলতে পছন্দ করেন কিন্তু সময়ের অপচয় করা একেবারে অপছন্দ এই সমস্ত ব্যক্তির।
৪)যদি কাউকে দেখেন যারা হাঁটু এবং পায়ের পাতা একসঙ্গে করে সোজা হয়ে বসে রয়েছেন তাহলে তারা নিজের মধ্যে গুটিয়ে থাকতে পছন্দ করেন। এরা ভীষণভাবে ভদ্র এবং শান্ত স্বভাবের হয়ে থাকেন।
৫)যদি কোন ব্যক্তি হাঁটু এবং পায়ের পাতা একসঙ্গে করে সোজা হয়ে একটু হেলিয়ে বসেন তাহলে বুঝতে হবে তারা জীবনে নিজের কাজের প্রতি অত্যন্ত মনোযোগী। স্পষ্টভাষী হওয়ার পাশাপাশি এই সমস্ত ব্যক্তি উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকেন।
আরো পড়ুন:- টেলিভিশনে ফিরতে চলেছে রামানন্দ সাগরের রামায়ণ! কবে,কোথায় হবে সম্প্রসারিত? জানুন বিস্তারিত
প্রসঙ্গত, আমরা এই তথ্যগুলি কিছু অনুসন্ধান এবং অনুমানের উপর ভিত্তি করে আপনাকে দিলাম আপনি চাইলে এগুলি বিশ্বাস নাও করতে পারেন। তবে কোন তথ্য বা অভিমান প্রয়োগ করার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করুন।