কোন দেশে দেওয়া হয় সবচেয়ে বেশি সরকারি ছুটি! ভারতের স্থানই বা কত নম্বরে? তালিকা দেখে চমকে যাবেন আপনি

সপ্তাহে শনিবার এবং রবিবার ছাড়াও ক্যালেন্ডারে লাল দাগ দেওয়া এমন কিছু দিন থাকে যেগুলি সরকারি ছুটি (Holiday) হিসেবে ধরা হয়। সরকারি ছুটি প্রায় প্রত্যেক দেশেই পাওয়া যায়। তবে সরকারি ছুটির দিনক্ষণগুলির কিছু পার্থক্য হয় দেশ হিসেবে। বিশ্বের(World)বিভিন্ন দেশে বেশিরভাগ ক্ষেত্রে ধর্মীয় উৎসব অথবা স্বাধীনতা দিবস এবং নিউ ইয়ারকে (New year) সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আজ আমরা জানবো সরকারি ছুটির নিরিখে এগিয়ে রয়েছে কোন দেশ? আমাদের ভারতবর্ষই বা রয়েছে কত নম্বরে।

আরো পড়ুন: কোটি টাকা সম্পত্তির মালিক বলিউড অভিনেতা রণবীর সিং, এক একটি ফিল্মের জন্য করেন এত টাকা চার্জ

সারা বিশ্বের মধ্যে সব থেকে বেশি সরকারি ছুটি দেওয়া হয় নেপাল এবং মায়ানমারে। ৩২ টি ছুটি নিয়ে প্রথম স্থান অধিকার করেছেন নেপাল এবং একইসঙ্গে ৩২ টি ছুটি সহ দ্বিতীয় স্থান অধিকার করেছে মায়ানমার। তৃতীয় স্থানে রয়েছে ইরান, যে দেশে সরকারি ছুটির সংখ্যা ২৬ দিন। শ্রীলংকা ছিনিয়ে নিয়েছে চতুর্থ স্থান ২৫ দিন ছুটি নিয়ে।

ছুটির তালিকায় এগিয়ে রয়েছে মিশরও। মমির দেশে মোট ২২ দিন ছুটি দেওয়া হয় সারা বছর জাতীয় ছুটি হিসেবে। এই দেশে বেশিরভাগ ক্ষেত্রে ধর্মীয় উৎসবগুলিকে প্রাধান্য দেওয়া হয় জাতীয় ছুটি হিসেবে। ষষ্ট স্থানে রয়েছে ভারত বর্ষ, মোট ২১ টি ছুটি নিয়ে। স্বাধীনতা দিবস, ধর্মীয় উৎসব এবং কিছু মহান ব্যক্তিদের জন্মদিন সহ ভারতের মোট ২১ দিন ছুটি দেওয়া হয়।

আরো পড়ুন: ভারতীয় রেলের বড় উদ্যোগ, শুরু হল ভারত কোচ রেস্তোরাঁ মিলবে স্পেশাল নিরামিষ থালি থেকে মাটন হান্ডি পর্যন্ত

১৯ দিন সরকারি ছুটি নিয়ে লেবানন রয়েছে সপ্তম স্থানে। অষ্টম স্থানে রয়েছে জাপান, যার ছুটির পরিমাণ ১৬ দিন।তবে ছুটির দিক দিয়ে কিছুটা পিছিয়ে রয়েছে পাশ্চাত্য দেশগুলি। একদিকে যেমন ইংল্যান্ডে ১০ দিন জাতীয় ছুটি দেওয়া হয় তেমন অন্যদিকে অস্ট্রেলিয়ায় ছুটি দেওয়া হয় ১৪ দিন। ল্যাটিন আমেরিকা এবং কলম্বিয়ায় সরকারি ছুটি দেওয়া হয় ১৮ দিন।