আমাদের মধ্যে অনেকেই আছেন যারা যেকোন শুভ অনুষ্ঠানে লটারি(Lottery) কাটেন কারণ অনেকেই মনে করেন শুভ দিন লটারি কাটলে কোন না কোন অর্থ লাভ হবে। এটি যদি ওপর ওটাই ধারণা কিন্তু অনেকেই আছেন যারা লটারি কেটে নিজেদের ভাগ্য উজ্জ্বল করেছেন। লটারি জেতার কোনো গ্যারান্টি থাকে না ঠিকই কিন্তু বিজ্ঞানসম্মতভাবে এবং সঠিক অংকের হিসেব যদি করা যায় তাহলে লটারি খুব সহজেই জেতা যায়। আজ এই প্রতিবেদনে এই অংকের হিসেব নিয়েই কিছু কথা আলোচনা করব আমরা।
১) আপনি যেদিন টিকিট কাটতে যাবেন তার আগে যে সংখ্যাগুলি জিতেছে সেদিকে একটু নজর রাখতে হবে আপনাকে। খুব ভালো হয় যদি আপনি ১ সংখ্যা বেছে নিয়ে টিকিট কাটতে পারেন।
আরো পড়ুন: মুকেশ আম্বানির বিলাসবহুল গাড়ির তালিকায় সামিল হল আরো একটি কার, দাম ও ফিচার জেনে কপালে উঠবে চোখ
২) আপনি যে লটারির নাম্বারটি বেছে নিতে চান সেখানে সবথেকে কম নম্বর হিসাবে ১ সংখ্যাটি রাখবেন।
৩) লটারির নম্বর বাঁচার সময় একটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন। সব সময় পরপর সংখ্যা থাকবে এমন লটারি বেছে নেবেন। যেমন, ৪-৫,৬-৭,৮-৯।
আরো পড়ুন: ভারতের বুকে দ্বিতীয় অ্যান্টেলিয়া বানিয়ে মুকেশ আম্বানিকেও কড়া টেক্কা দিলেন এই ব্যক্তি
৪) ১ সংখ্যাটি যদি না বাঁচতে চান তাহলে ৮ সংখ্যার আশে পাশের কোন সংখ্যা বেছে নিতে পারেন যেমন ৭ অথবা ৯। এই সংখ্যার লটারির টিকিটের জেতার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে।