প্রায় ২০ বছর পর আরো একবার ভারতের সিনেমা প্রেমিকদের নস্টালজিক করে তুলল “গদর ২”(Gadar 2)। এই সিনেমাটি নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা প্রথম থেকেই ছিল প্রবল। স্বাভাবিকভাবেই সিনেমা মুক্তির পর থেকে সিনেমার বাজেট ছাপিয়ে গেছে বক্স অফিস (Box Office)। আরো একবার চোখের সামনে সেই পুরনো চরিত্রগুলিকে দেখতে পেয়ে ভীষণ খুশি সকলে।
এই সিনেমার মাধ্যমেই আরো একবার পর্দায় ফিরে এলেন সানি দেওল(Sunny Deol)। স্বাভাবিকভাবেই সিনেমার রেকর্ড সাফল্য দেখে খুশি তিনি। এবার এই আনন্দের মধ্যেই ভক্তদের জন্য আরও একটি বিরাট বড় সুখবর নিয়ে এলেন সানি দেওল। জানা গেছে, “গদর টু” সিনেমার অসাধারণ সাফল্যের পর এবার চিন্তা-ভাবনা করা হচ্ছে বর্ডার সিনেমার সিকুয়েল (Border 2) তৈরি করার।
আরো পড়ুন: বলিউডের সবচেয়ে অশিক্ষিত পরিবার! কাপুর পরিবারের সদস্যদের পড়াশোনার দৌড় দেখে চোখ উঠবে কপালে
সম্প্রতি বলিউড ভিত্তিক একটি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, জিপি দত্ত পরিচালিত সুপার হিট সিনেমা বর্ডার(Border) সিনেমাটি সিকুয়েল তৈরি করা হবে। নতুন প্রজন্মদের নিয়ে তৈরি করা হবে এই সিকুয়েল। তবে এই সিনেমায় শুধুমাত্র একটি চরিত্রকেই আরো একবার সিনেমার পর্দায় দেখা যাবে এবং তিনি হলেন সানি দেওলের উপর চরিত্র।
খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই স্বাভাবিকভাবে সানি পাজির অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। এই প্রসঙ্গে স্বয়ং সানি দেওল বলেন, “বর্ডার সিনেমার সিক্যুয়েল তৈরি করার কথা শোনা যাচ্ছে সর্বত্র, কিন্তু এখনো পর্যন্ত “বর্ডার টু” সিনেমার জন্য কোন সই করিনি আমি। এখন আমি “গদর টু” সিনেমার সাফল্য নিয়েই ব্যস্ত”।
আরো পড়ুন: যদি না ব্রিটিশরা লুট করতো ৪৫ ট্রিলিয়ন ডলার, তাহলে আজ বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল দেশ হতো ভারত
তিনি আরো বলেন, “বর্ডার টু সিনেমাটি যদি মুক্তি পায় তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। তবে এখনো এই বিষয়ে কোনো কথাবার্তা হয়নি। এই বিষয়ে কথা হলেই সবার আগে আমি সংবাদমাধ্যমে তা জানাবো”।