আজকাল চাকরির পরীক্ষাতে(Exam) যদি ভালোভাবে প্রস্তুতি না নিয়ে আপনি যান তাহলে কোনভাবেই সফল হতে পারবেন না আপনি। তাই লিখিত বা ইন্টারভিউ যাই হোক না কেন চাকরির পরীক্ষার জন্য আপনাকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। তবে ইন্টারভিউ(Interview)বোর্ডে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার জন্য এমন কিছু প্রশ্ন করা হয় তা যদি আপনি আগে থেকেই না জেনে যান বা প্রস্তুত না হয়ে থাকেন তাহলে আপনি কোনভাবেই সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন না।
এই প্রশ্নগুলির উত্তর দিতে গেলে আপনাকে উপস্থিত বুদ্ধি প্রয়োগ করতে হবে এবং আপনার থাকতে হবে কিছু জেনারেল নলেজের(General Knowledge) প্রতি জ্ঞান। এমন কিছু উদ্ভট প্রশ্ন সম্পর্কে আজ আলোচনা করব যা শুনলে আপনার খারাপ লাগতে পারে কিন্তু তার উত্তর শুনলে চমকে যাবেন আপনি। চলুন আজ এমনই কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করেনি আমরা।
১) কোন জিনিসটি ছেলেদের বড় আর মেয়েদের থাকেই না?
উ: দাঁড়ি ও গোঁফ
২) পাসওয়ার্ডকে বাংলায় কি বলা হয় জানেন?
উ: বলা হয় গুপ্ত সংকেত
৩) বিশ্বের কোন দেশে নীল রংয়ের জিন্স পরা নিষিদ্ধ জানেন?
উ: উত্তর কোরিয়ায়।
আরো পড়ুন: বাজার কাঁপাতে এবার আসতে চলেছে Nothing Phone ২ থাকবে দুর্দান্ত ক্যামেরা সহ একাধিক ফিচারস, জানুন দাম
৪) কোন জিনিস রয়েছে যা মেয়েদের স্নানের পর ছোট হয়ে যায়?
উ: সাবান।
৫) বিশ্বের কোন দেশে একটাও সিংহ নেই তবু তাকে বলা হয় সিংহের শহর?
উ: সিঙ্গাপুর।
৬) ব্রাজিল এবং অস্ট্রেলিয়ার মধ্যে মিল কোথায়?
উ: আন্তর্জাতিক খেলায় দুটি দেশ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। একটি দেশ হয়েছে ফুটবলে এবং অন্যটি ক্রিকেটে। এছাড়াও দুই দেশের জার্সির রং হলুদ।
৭) কোন পাখি উড়তে উড়তে ডিম পাড়ে এবং ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা হয়ে উড়ে যায়?
উ: হোমা পাখি।
৮) ইনজেকশন দেওয়ার আগে কয়েকফোঁটা ওষুধ ফেলে দেওয়া হয় কেন?
উ: ইনজেকশন দেওয়ার সময় যাতে শরীরের মধ্যে এয়ার ঢুকে না যায়।
৯) এমন কোন খাবার মেয়েরা বিয়ের পর খেতে পারেনা?
উ: আইবুড়ো ভাত।
আরো পড়ুন: দেখুন তো চিনতে পারছেন কিনা এই ছোট্ট শিশুটিকে? আজ বলিউডে বড় অভিনেতা, হাসির বাদশা
১০) মুকেশ আম্বানির বাড়ির নাম কার নাম অনুসারে করা হয়েছিল?
উ: আটলান্টিক মহাসাগরের একটি পৌরাণিক দ্বীপের নাম অনুসারে।
১১) কোন দেশ আজ পর্যন্ত কারো দাসত্ব করেনি?
উ: নেপাল
১২) কোন জিনিস গরুর পেছনে এবং মেয়েদের সামনে থাকে?
উ: W
১৩) এখনো পর্যন্ত কোন দেশে ট্রেন লেট হওয়ার ঘটনা ঘটেনি?
উ: জাপান।