অভিনয় ছেড়ে দিয়ে এখন কী করছেন পর্দার শ্রীকৃষ্ণ? জানলে চোখ কপালে উঠে যাবে

হিন্দু মহাকাব্য রামায়ণ (Ramayan)এবং মহাভারত (Mahabharat) বহুবার দেখানো হয়েছে টেলিভিশনে (Telivision)। বাংলা এবং হিন্দি দুটি ভাষাতেই এই দুটি মহাকাব্য বারবার মানুষের সামনে নিয়ে আসা হয়েছে তবে এখনো পর্যন্ত ২০১৩-১৪ সালে স্টার প্লাস (Star Plus) সম্প্রচারিত যে মহাভারত দর্শকদের কাছে উপস্থাপিত করা হয়েছিল এখনো পর্যন্ত দর্শকদের বিচার সবথেকে সেরা। এই ধারাবাহিকের প্রত্যেকটি স্টার কাস্ট মানুষের মনে জায়গা করে নিয়েছিল রাতারাতি।

Krishna Mahabharat Star Plus

তবে এই মহাভারত ধারাবাহিক শ্রীকৃষ্ণ (Shri Krishna )চরিত্রে অভিনয় করে যিনি সবথেকে বেশি জনপ্রিয় হয়েছিলেন তিনি হলেন সৌরভ রাজ জৈন। এই ধারাবাহিকটি শেষ হয়ে গেছে অবশ্যই কিন্তু আজও instagram অথবা ফেসবুকে বিভিন্ন কোটেশন দেখতে পাওয়া যায় সৌরভ রাজ জৈনের বিভিন্ন ছবি দিয়ে।

তবে মহাভারতে অভিনয় করার পর কেন আর তিনি সেই ভাবে টিভির পর্দায় অভিনয় করলেন না? এখন ঠিক তিনি কি করছেন নিজের জীবনে? জানলে হয়তো অবাক হয়ে যাবেন শ্রীকৃষ্ণ চরিত্রে অভিনয় করে যে অভিনেতা রাতারাতি খ্যাতি অর্জন করেছিলেন তিনি এখন পুরোপুরি অভিনয় ছেড়ে দিয়ে রেডিও জকি এবং সংবাদ উপস্থাপককে নিজের পেশা বেছে নিয়েছেন।

আরো পড়ুন: দেশজুড়ে বাড়ানো হবে ইন্টারনেটে স্পিড! ফাইভ জি নিয়ে বড়সড়ো ঘোষনা রিলায়েন্স জিও-র

২০০৪ সালে হিন্দি টেলিভিশনের হাত ধরে নিজের অভিনয় জগতের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। মিত মিলা দে রাব্বা, কাসাম সে, জয় শ্রীকৃষ্ণ, পরিচয়, রিমিক্স, দেব কা দেব মহাদেব এবং মহাভারত সহ আরো বেশ কিছু ধারাবাহিককে অভিনয় করেছিলেন তিনি। দেব কা দেব মহাদেব সিরিয়াল এ যেমন মোহিত রায়নাকে দেখে মানুষ এক নজরে মহাদেব ভেবে ভুল করেন তেমন সৌরভকেও শ্রীকৃষ্ণ ভেবে ভুল করতেন অনেকেই।

Krishna Mahabharat Star Plus

মহাভারতের পর একাধারে তিনি যেমন সাবধান ইন্ডিয়া, মহাকালী, শনি, মহাপুরানের মতো ভক্তিমূলক সিরিয়ালে কাজ করেছেন তেমন অন্যদিকে তিনি কর্ম, চেক ইন ব্যাংকক, ওম নমো ভেঙ্কটেশ্বর নামে তিনটি সিনেমাতে অভিনয় করেছেন। মূলত ভক্তিমূলক সিরিয়াল থেকেই বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি কিন্তু সৌরভ একই চরিত্রে বারবার অভিনয় করতে চান না বলেই বর্তমানে অন্য পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আরো পড়ুন: একসময় মুকেশ আম্বানির বাড়িতে করতেন কাজের মেয়ের কাজ, আজ তিনি বলিউডের নামি অভিনেত্রী

২০১৬ সাল থেকে রেডিও জকি হিসাবে কাজ করা শুরু করেছেন সৌরভ। এছাড়াও ডিএনএ নামে একটি অনলাইন নিউজ পোর্টালে উপস্থাপক হিসাবে কাজ করতে দেখা যায় পর্দার শ্রীকৃষ্ণকে। বলাই বাহুল্য একেবারে নতুন ভাবে নিজের জীবন শুরু করেছেন সৌরভ। একদিকে যেমন সৌরভের অভিনয় ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন তেমন অন্যদিকে সৌরভকে নতুনভাবে দেখতে পাবেন বলে উচ্চশিত সৌরভের ভক্তরা।