“ভারতের চেয়ে ১০০ বছর পিছিয়ে”…. চন্দ্রযান ৩-র সাফল্য নিয়ে কী বললেন পাকিস্তানিরা?

গতকাল বিজ্ঞানের ইতিহাসে জয়জয়কার হলো আমাদের ভারতবর্ষের (India)। পৃথিবীর মধ্যে ভারত বর্ষ প্রথম দেশ, যে দেশ সফলভাবে চাঁদের মাটিতে পদার্পণ করতে পেরেছে (Chandrayaan 3)। এই ঘটনার পর থেকেই সারা বিশ্ব জুড়ে ভারতবর্ষের নামে জয়জয়কার শোনা যাচ্ছে। এই প্রসঙ্গে পাকিস্তানের(Pakistan)প্রাক্তন মন্ত্রী ফাওহাদ চৌধুরীও ভারত এবং ইসরোর ভীষণভাবে প্রশংসা করেছেন।

কাল থেকে ভারতের জয়জয়কার যেমন শুনতে পাওয়া যাচ্ছে তেমন অন্যদিকে এমনও কথা শুনতে পাওয়া যাচ্ছে, পাকিস্তানের পতাকায় যতই চাঁদের ছবি আঁকা থাক না কেন পাকিস্তান কখনোই চাঁদের মাটিতে পদার্পণ করতে পারবে না। চলুন জেনে নেওয়া যাক এই প্রসঙ্গে পাকিস্তানিদের বক্তব্য কি।

Pakistani

আরো পড়ুন: কীভাবে পাবেন আপনার দাবিহীন টাকা, নতুন নিয়ম জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া!

সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআই পাকিস্তানের সাধারণ কিছু মানুষকে ভারতবর্ষের এই সাফল্য সম্পর্কে জিজ্ঞাসা করায় তারা একবাক্যে মেনে নিয়েছেন পাকিস্তান অনেকটাই পিছিয়ে রয়েছে ভারতের থেকে। আজ ভারতের মতো উন্নতি পাকিস্তান করতে পারেনি এবং পাকিস্তানের অর্থনীতি এতটাই পিছিয়ে রয়েছে যে, চাঁদের মাটিতে দূরের কথা নিজেদের দেশের মাটিতেই থাকা এখন স্বপ্নের বিষয় হয়ে যাচ্ছে।

এই প্রসঙ্গে পাকিস্তানের এক পোশাক বিক্রেতা বলেন,”আমরা ভারতের থেকে প্রায় একশ বছর পিছিয়ে রয়েছি। আজ থেকে হয়তো ১০০ বছর অতিক্রম করার পর চাঁদের মাটিতে পদার্পণ করতে পারবে আমাদের দেশ কিন্তু তারও কোনো আশা এখন দেখতে পাচ্ছি না আমরা। আমাদের রাজনীতিবিদরা একে অপরের সঙ্গে এতটাই লড়াই নিয়ে ব্যস্ত যে সাধারণ মানুষ এবং উন্নতির দিকে নজর দেওয়ার সময় তাদের নেই”।

অন্য এক পাকিস্তানি তরুণ এই প্রসঙ্গে বলেন,”ভারতবর্ষের চাঁদে পৌঁছে গেল আর আমরা নিত্য প্রয়োজনীয় মূল্যবৃদ্ধি নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি। আমাদের দেশের যা অবস্থা তাতে এখন বিজ্ঞান বা প্রযুক্তি নিয়ে কোন চিন্তা ভাবনাই করতে পারবে না আমাদের দেশ”।

আরো পড়ুন: RBI এর বড় ঘোষণা, গুগল পে ফোন পে-র নিয়মে বড়সড়ো পরিবর্তন, না জানলে পড়বেন বড়সড়ো সমস্যায়

অপর একজন বলেন,”শিক্ষার দিক থেকে ভারত অনেকটাই এগিয়ে রয়েছে, কারণ আমি দুবাইতে কাজ করি আমি ভারতীয়দের দেখেছি তারা অনেক অনেক বেশি শিক্ষিত আমাদের থেকে। আমাদের সরকার যদি ভারতের মতো আমাদের সাহায্য করতে তাহলেই হয়তো আমাদের দেশে উন্নতি করতে পারতো কারণ পাকিস্তানি মেধার অভাব নেই কিন্তু সুযোগের অনেক অভাব”।

Pakistani

আরেকটি যুবককে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করাই তিনি বলেন,”ভারতের আইটি ছাত্ররা আমাদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। ভারত সরকার দেশের আইটি ছাত্রদের সাহায্য এবং সমর্থন করে তাদের জন্য আলাদা বাজেট বরাদ্দ করে রাখে। পাকিস্তানে এমন কোন বাজেট নেই সরকার আমাদের কোনভাবে সাহায্য করে না। আমাদের পড়াশোনার মান কেমন উন্নত নয় তাই আমাদের পক্ষে চাঁদে যাওয়া একেবারে স্বপ্নের মত”।