ভুলে যাবেন দার্জিলিং-সিকিমের কথা! নামমাত্র খরচে আজই ঘুরে আসুন এই জায়গা থেকে,একবার গেলে বাড়ি ফিরতে চাইবে না মন

আর কিছুদিন পরেই পুজোর ঘন্টা বাজতে চলেছে। পূজার ছুটিতে ঘুরতে যাবার জন্য ইতিমধ্যেই ট্রেনের টিকিট কেটে ফেলেছেন অনেকেই। কেউ যাবেন পাহাড়ে কেউ আবার সমুদ্র বেছে নিয়েছেন ছুটি কাটানোর জন্য। তবে যারা পাহাড় দেখতে ভালোবাসেন তারা অনেকেই দার্জিলিং (Darjeeling) যান পুজোর ছুটি কাটানোর জন্য।

Darjeeling Sikkim

কিন্তু দার্জিলিঙে (Darjeeling) এখন যেভাবে জনসংখ্যা বেড়ে গেছে বা যেভাবে বেড়ে গেছে পরিবেশ দূষণ, তাদের অনেকেই দার্জিলিংয়ের হৈ হট্টগোল এড়িয়ে কোথাও নিরিবিলি জায়গা ঘুরে আসতে চান। আপনিও যদি এমন কোন মানুষ হন যিনি একা বা সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে নির্জনে ছুটি কাটিয়ে আসতে চান তাহলে আপনার জন্য রইল এই প্রতিবেদন।

আরো পড়ুন: জানুন ২৯৫টি কোচ বিশিষ্ট দেশের দীর্ঘতম ট্রেন সম্বন্ধে, যার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে সময় লাগে ১ ঘণ্টা

দার্জিলিং থেকে মাত্র কয়েক ঘন্টা দূরেই এমন একটি জায়গা রয়েছে যেখানে আপনি একান্তে অনেক সময় কাটাতে পারবেন। জায়গাটির নাম সিঙ্গামারি। দার্জিলিং ম্যাল থেকে মাত্র ৪ কিলোমিটার দূরেই রয়েছে জায়গাটি। আপনি চাইলে এখানে রোপওয়ে, হিমালয়ান মাউন্টেনিয়ারিং মিউজিয়াম ঘুরে আসতে পারবেন। যেহেতু দার্জিলিং ভীষণ কাছে, চাইলে আপনি মাঝে মাঝেই ম্যাল গিয়ে আপনার পছন্দসই জামা কাপড় কিনে আনতে পারবেন।

Darjeeling Sikkim

এখানকার রাতের সৌন্দর্য একবার দেখলে কখনো ভুলতে পারবেন না আপনি। সঙ্গে বাড়তি পাওনা কাঞ্চনজঙ্ঘার ঝলক। সাথে পাবেন পাহাড়ি ঝর্না। এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই অফবিট লোকেশনে যেতে পারবেন আপনি।

আরো পড়ুন: মিউচুয়াল ফান্ড বিক্রি করে Isha Ambani হয়ে যাবেন ধনী, এই ৬ টি কারণে ব্যবসা সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাস্য Jio

প্রথমে দার্জিলিঙে গিয়ে সেখান থেকে মাত্র ১৫ টাকা খরচ করলেই আপনি যেতে পারবেন এই স্থানে। যদি প্রাইভেট গাড়ি ভাড়া করেন সেক্ষেত্রে খরচ হবে ৩০০ টাকা। জন প্রতি মাত্র ১০০ ২০০ টাকা খরচ করলেই আপনি থাকা-খাওয়া সমেত সমস্ত রকম সুযোগ-সুবিধা পেয়ে যাবেন। যদি আপনার দার্জিলিংয়ের টিকিট কাটা থাকে সেক্ষেত্রেও আপনি অনায়াসে ঘুরে আসতে পারবেন এই স্থানে।