মুহূর্তেই ভুলে যাবেন দার্জিলিং-দীঘার কথা! অল্প খরচে আজই ঘুরে আসুন সিনেমার মতো সুন্দর এই হিল স্টেশন থেকে

কর্ম জীবন থেকে একটু ছুটি নিতে সকলেরই মন চায়। প্রতিদিনের একঘেয়েমি জীবন এবং কর্মব্যস্ত রুটিন থেকে শান্তি পাওয়ার জন্য ঘুরে আসতে পারেন সমুদ্র অথবা পাহাড়ে। তবে অনেকেরই পছন্দ পাহাড়। পাহাড়ের মধ্যে যে সৌন্দর্য রয়েছে তা মানুষের কোলাহলে খুঁজে পাওয়া যায় না।

তবে কিছু বছর আগেও মানুষের কাছে পাহাড় বলতে ছিল দার্জিলিং। তবে এখন দার্জিলিং (Darjeeling) এর ভিড় মানুষকে আর আকর্ষণ করতে পারে না। পাহাড়ের মধ্যে নিস্তব্ধতা খুঁজেই পেতে এখন মানুষ খুঁজে বেড়ায় পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকা কিছু গ্রাম। এক কথায় যাকে বলে অফবিট ডেস্টিনেশন।

তেমনি একটি অসম্ভব সুন্দর জায়গা হল মানসং(Mannsong)। পাহাড়ের কোলে এই ছোট্ট গ্রামে বর্ষার সৌন্দর্য উপভোগ করতে কয়েকদিন কাটিয়ে আসতে পারেন আপনি। ছোট্ট এই গ্রামটি কালিম্পং থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে অবস্থিত। জনবসতি সেইভাবে না থাকলেও পর্যটকদের কথা মাথায় রেখে এই গ্রামে রয়েছে বেশ কিছু হোমস্টে। আপনি নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি ভাড়া করে খুব সহজেই চলে আসতে পারেন এই নিরিবিলি গ্রামে সময় কাটাতে একান্তে।

আপনি এই গ্রাম থেকে কাছাকাছি ঘুরে আসতে পারেন লিম্পং, ডেলো, লাভা, লোলেগাঁও, রিশপ, চারখোল, কোলাখাম, ছাঙ্গে ফলস, পানু ডারা, সিটং, বিদ্যাং ভ্যালি, অহলধারা, পেডং, সিলারিগাঁও, ইচ্ছাগাঁও, তিনচূলে, তাগদা, মালাহাটা, পুডং, রামুধুরা ইত্যাদি গ্রামে।

আপনার কাছে যদি আরো কিছুদিন ছুটি বরাদ্দ থাকে তাহলে আপনি কালিম্পং ঘুরে আসতে পারেন দু-তিন দিনের জন্য। ছুটি কম থাকলে এই গ্রাম থেকেই ফিরে আসতে পারেন বাড়ি। এই গ্রামে একান্ত সময় কাটানোর জন্য আপনার মাথাপিছু ৫০০০ থেকে ৬০০০ টাকা খরচ পড়বে। তাহলে আর দেরি না করে এখনই বেরিয়ে পড়ুন এই অফবিট ডেসটিনেশনের উদ্দেশ্যে এবং প্রকৃতির কোলে কিছুটা সময় কাটিয়ে ফ্রেশ হয়ে বাড়ি ফিরুন।