এক সময় করতেন মুদির দোকানে কাজ, আজ শাহরুখ খানের সিনেমার ভিলেন! বিজয় সেতুপতির বাস্তব জীবন কাহিনী হার মানবে সিনেমার গল্পকেও

আর কিছুদিনের মধ্যেই প্রেক্ষাপটে আসতে চলেছে শাহরুখ খান(Shahrukh Khan)অভিনীত এবং অ্যাটলি কুমার পরিচালিত জওয়ান(Jawan)। দীপিকা পাডুকোন, নয়ন তারা ছাড়াও এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বিজয় সেতুপতি (Vijay Sethupathi)। বিজয় সেতুপতি শুধুমাত্র দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির নয়, বলিউডের একজন বিখ্যাত অভিনেতা তিনি।

Vijay Sethupathi

কিছুদিন আগে শাহিদ কাপুরের ফর্জি সিনেমাতে অভিনয় করেছেন তিনি। এবার শাহরুখের বিপরীতে দেখা যাবে অভিনেতাকে, তাও আবার ভিলেনের চরিত্রে। কখনো নায়ক কখনো ভিলেন, দুই চরিত্রের সমানভাবে অভিনয় করার দক্ষতা রয়েছে বিজয় সেতুপতির। এর আগে আমরা ৯৬, বিক্রম বেদা, মাস্টার বা সুপার ডিলাক্স-এর মত সিনেমায় অভিনেতাকে অভিনয় করতে দেখেছি।

আরো পড়ুন: জানেন কী ট্রেনের ইঞ্জিন চালাতে কত লিটার ইঞ্জিন অয়েল লাগে?

তবে এই সাফল্য একদিনে আসেনি। সাফল্য এসেছে বহু কষ্ট, দুঃখ এবং পরিশ্রমের হাত ধরে। অভিনয় আসার জার্নিটাও বেশ সুখকর ছিল না। ক্যারিয়ারের শুরুর দিকে শর্ট ফিল্ম, টিভি সিরিয়াল বা সিনেমার ভিড়ে মাঝে মাঝে দেখা যেতে অভিনেতাকে। বহু প্রযোজক পরিচালক বারবার ফিরিয়ে দিয়েছেন অভিনেতাকে।

Vijay Sethupathi
কখনো মুদির দোকানে কাজ করে, কখনো সিমেন্ট কোম্পানিতে কাজ করে কোনভাবে টিকে থেকেছেন শুধুমাত্র ইন্ডাস্ট্রিতে কাজ করবেন বলে। তবে মানুষের চিরকাল সমান থাকে না তাই আস্তে আস্তে বিজয়ের ভাগ্য ফিরতে শুরু করলো এবং একের পর এক সিনেমায় অভিনয়ের অফার পেতে শুরু করেন বিজয়। এবার কিং খানের বিপরীতে একেবারে অন্যরকম চরিত্রে অভিনয় করতে চলেছেন বিজয় সেতুপতি।

আরো পড়ুন: মুকেশ পত্নী নীতা আম্বানির ২০০ কোটি টাকা খরচে তৈরি বাথরুমে বিশেষত্ব জেনে কপালে উঠবে চোখ

প্রসঙ্গত, জওয়ান সিনেমায় নয়নতারা মুখ্য চরিত্রে অভিনয় করলেও এই সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাডুকোন। পাঠান সিনেমার অসাধারণ সাফল্যের কথা মাথায় রেখে এই সিনেমাতেও দীপিকা পাডুকোনকে রাখা হয়েছে এবং শুধুমাত্র পার্শ্ব চরিত্রে অভিনয় করে দীপিকা পাচ্ছেন প্রায় ১৩ কোটি টাকা পারিশ্রমিক।