বিজয় সেতুপতি থেকে শাহরুখ খান, চমকে দেবে জওয়ান সিনেমায় তারকাদের পারিশ্রমিকের অঙ্ক

পাঠান সিনেমার হাত ধরে আরো একবার নতুনভাবে নিজেকে তুলে ধরেছেন শাহরুখ খান(Shahrukh Khan)। বুঝিয়ে দিয়েছেন তিনি শেষ হয়ে যাননি। বক্স অফিসে নজরকারা সাফল্যের পর এবার আসতে চলেছে “জওয়ান”(Jawan)। ছবির প্রথম লুক সামনে আসতেই রীতিমত চমকে গেছেন ভক্তরা। আরো একটি দুর্দান্ত সিনেমার অপেক্ষায় দিন গুনছেন শাহরুখ খান ভক্তরা। আজ আমরা জানবো সিনেমার অভিনেতা-অভিনেত্রীরা ঠিক কত পারিশ্রমিক নিয়েছেন এই সিনেমায় অভিনয় করার জন্য।

Vijay sethupathi

দক্ষিণী পরিচালক অ্যাটলি পরিচালনায় এবং গৌরী খানের (Gauri Khan) প্রযোজনায় আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে জওয়ান। সিনেমা মুক্তির আগেই গত সোমবার সিনেমার টিজার এলো সর্বসমক্ষে। সোমবার সকাল সাড়ে দশটায় সিনেমার রিভিউ মুক্তি পাওয়ার পর থেকেই আরো একবার সোশ্যাল মিডিয়ার চর্চায় উঠে এলেন কিং খান (King Khan) ।

আরো পড়ুন: কিলোমিটার কিছু খরচ মাত্র ১০ পয়সা, দেশবাসীর জন্য দুর্দান্ত ই-বাইক আনল রতন টাটার কোম্পানি টাটা গ্রুপ

ছবির প্রথম ঝলক মুক্তির পর থেকেই সিনেমার তারকাদের পারিশ্রমিক নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে সকল মহলে। বলিউড (Bollywood ) সূত্র থেকে জানা গেছে, এই সিনেমায় অভিনয় করে কেউ লাখ টাকা উপার্জন করেছেন কেউ আবার করেছেন কোটি টাকা উপার্জন। ছবির মূল আকর্ষণ শাহরুখ খান (Shahrukh khan) সিনেমায় অভিনয় করে পারিশ্রমিক পেয়েছেন ৪০ কোটি টাকা। বলাই বাহুল্য, অন্যান্য তারকার থেকে সব থেকে বেশি উপার্জন করেছেন তিনি।

Sharukh Khan

এই সিনেমাতে শাহরুখ খানের (Shahrukh khan) বিপরীতে অভিনয় করবেন নয়ন তারা। বলিউডের (Bollywood ) মাটিতে এটাই সম্ভবত নয়নতারার প্রথম সিনেমা। তবে কিং খানের বিপরীতে অভিনয় করার জন্য বেশ অনেকটা কম পারিশ্রমিক নিচ্ছেন তিনি। একদিকে যেমন শাহরুখ খান পেয়েছেন ৪০ কোটি টাকা পারিশ্রমিক তেমন অন্যদিকে নয়ন তারা আয় করেছেন মাত্র ৪ কোটি টাকা।

নয়ন তারার পাশাপাশি আরও একজন দক্ষিনী তারকাকে দেখতে পাবো আমরা, তিনি হলেন বিজয় সেতুপতি। সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করবেন বিজয়। এই সিনেমায় অভিনয় করার জন্য তিনি আয় করেছেন ৫ কোটি টাকা।

Nayantara

“জওয়ান” সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করবেন দীপিকা, কিছুক্ষণের জন্য এই সিনেমায় অভিনয় করতে ঠিক কত টাকা পারিশ্রমিক তিনি নিচ্ছেন তা এখনো জানা যায়নি। সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন প্রিয় মনি, সুনীল গ্রোভার, সান্য মালহোত্রা সহ আরো অনেকে।

আরো পড়ুন: মাঠে দাদাগিরির পর এবার ব্যবসায়ী বিনিয়োগ করলেন বিসিসিআই প্রাক্তন বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি

এই সিনেমায় অভিনয় করার জন্য প্রিয়মনি আয় করছেন ১ কোটি টাকা, সান্য পারিশ্রমিক পেয়েছেন ২ কোটি টাকা, সুনীল গ্রোভার এই সিনেমায় অভিনয় করে পারিশ্রমিক পাচ্ছেন ৭৫ লক্ষ টাকা। সিনেমায় দক্ষিণী অভিনেতা যোগীবাবু পার্শ্ব চরিত্রে অভিনয় করে আনুমানিক ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক পাচ্ছেন।