সৌন্দর্য বৃদ্ধি করতে অস্ত্র প্রচার করাতে গিয়ে বিপাকে পড়লেন উর্ফি

বলিউডে (Bollywood) প্রবেশ না করলেও বলিউডের যে কোনো পার্টিতে দেখা যায় তাকে। একটি মাত্র রিয়ালিটি শো-এ অংশগ্রহণ করেই প্রচারের আলোয় এসেছিলেন তিনি। যে জনপ্রিয়তা অর্জন করতে যে কোন মানুষের বেশ কয়েক বছর লেগে যায় সেখানে উর্ফি জাভেদ (Urfi Javed) মাত্র এক বছরের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছেন যদিও এর পেছনে রয়েছে তার অদ্ভুত বেশভূষা।

আরো পড়ুন: একটি মাছের দামে কেনা যাবে আস্ত ফ্লাট! বিশ্বের সবচেয়ে দামি মাছ, খাবার আগে স্বয়ং দু’বার ভাববেন মুকেশ আম্বানিও

প্রতিদিন নিত্যনতুন পোশাক পরে ক্যামেরার সামনে চলে আসেন তিনি এবং খবরের শিরোনাম খুব স্বাচ্ছন্দে ছিনিয়ে নিতে পারেন উরফি (Urfi Javed) । তবে নিজে সৌন্দর্য বাড়ানোর জন্য এবার তিনি যে পদক্ষেপ গ্রহণ করলেন তাতে কতটা বিতর্কে তিনি জড়িয়ে পড়লেন, তার থেকে বড় কথা একটু বড় সমস্যায় পড়ে গেলেন তিনি।

বলিউডে প্লাস্টিক সার্জারীর(Plastic Surgery) ঘটনা নতুন নয়। বহু বলিউডে অভিনেত্রী নিজেদের সুন্দরী নিজেদের আরও বেশি সুন্দরী করে তোলার উদ্দেশ্যে একাধিকবার প্লাস্টিক সার্জারি করেছেন। অনেকে প্লাস্টিক সার্জারি করে যেমন সফল হয়েছেন আবার অনেকেই উল্টো ফলও পেয়েছেন। প্লাস্টিক সার্জারি করে ক্যারিয়ার নষ্ট করে ফেলেছেন কোয়েনা মিত্র, আয়েশা টাকিয়ার মত অভিনেত্রীরা।

Urfi Javed

এবার অস্ত্র প্রচার করে বিপাকে বললেন উরফি। দীর্ঘদিন ধরে চোখের তলায় কালির দাগে চিন্তিত ছিলেন উরফি। তাই অবশেষে নিজের চোখে “ফিলার” করানোর সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তিনি। এই সিদ্ধান্তই কাল হলো অবশেষে। চোখের নিচে ডার্ক সার্কেল থাকার ফলে একাধিকবার উপহাসের পাত্র হতে হয়েছিল তাকে তাই শেষ পর্যন্ত এই দাগের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য প্লাস্টিক সার্জারি করার সিদ্ধান্ত নিয়েছিলেন উড়ফি।

প্লাস্টিক সার্জারি করে সেই দাগ কতখানি মুছে গেছে তা জানা না গেলেও এখন একটি নতুন সমস্যায় পড়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের উদ্দেশ্যে তিনি লেখেন, আমার চোখের তলায় ডার্ক সার্কেলের কারণে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল আমাকে। তাই আমি ফিলার করাই। কিন্তু এখন মুখটা জঘন্য লাগছে। নিজের দিকে তাকাতেই পারছি না। কোনভাবেই দাগ ঢাকা যাচ্ছে না। এখন মনে হচ্ছে ভুল করলাম।

আরো পড়ুন: ফিল্ম ইন্ডাস্ট্রির অন্তর্ভুক্ত হলেও কেন ভাষাগত দিক থেকে ইন্ডাস্ট্রিগুলির নামকরণ হয় আলাদা?

প্রসঙ্গত, শৈশব থেকেই চোখের কালি দাগ নিয়ে সমস্যায় ভুগছিলেন তিনি। বেছে নিয়েছিলেন অন্য পথ। কিন্তু সুফল হলো না। শীঘ্রই এই সমস্যা থেকে তিনি মুক্তি পাবেন এমনটাই আশা করছেন উরফি জাভেদের ভক্তরা।