বিক্রি হচ্ছে পাকিস্তানের সবথেকে বিলাসবহুল বাড়ি, যা হার মানিয়ে দেবে বড় বড় শিল্পপতিদের আবাসনকেও

ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান(Pakistan)। শুধুমাত্র প্রতিবেশী দেশ ছাড়া আর কোন মিল নেই ভারতের সঙ্গে পাকিস্থানের। আর্থিকভাবে হোক অথবা সাংস্কৃতিকভাবে ভারতের থেকে প্রায় ১০০ বছর পিছিয়ে রয়েছে এই দেশটি। প্রতিদিনের খাদ্যদ্রব্য অথবা অথবা বিদ্যুৎ সর্বক্ষেত্রে এই দেশটির এখন ভীষণ করুন অবস্থা। তবে এই পরিস্থিতিতেও এমন একটি ভিডিও সকলের সামনে উঠে এসেছে যা দেখে হতবাক হয়ে গেছেন সকলে।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে পাকিস্তানের সব থেকে দামি বাড়ির একটি বিজ্ঞাপন। বিজ্ঞাপনে দেখানো বাড়িটির বিক্রয় মূল্য ১২৫ কোটি টাকা। পাকিস্তানের সবথেকে দামি বাড়ির সঙ্গে যদিও ভারতের দামি বাড়ির অনেকটাই ফারাক রয়েছে। একদিকে পাকিস্তানের সব থেকে দামি বাড়ির দাম ১২৫ কোটি টাকা সেখানে ভারতের সবথেকে দামি বাড়ির দাম ১৫০০ কোটি টাকা যেটার মালিক মুকেশ আম্বানি স্বয়ং।

আরো পড়ুন: দেশজুড়ে বাড়ানো হবে ইন্টারনেটে স্পিড! ফাইভ জি নিয়ে বড়সড়ো ঘোষনা রিলায়েন্স জিও-র

মুকেশ আম্বানির(Mukesh Ambani) বিলাসবহুল আবাসনের ধারে কাছে আসে না পাকিস্তানের এই সব থেকে দামি বাড়ি। তবে এই দামি বাড়িতে রয়েছে একাধিক বিলাসবহুল আসবাবপত্রের উপস্থিতি। এই বাড়ি থেকে ছোটখাটো শহর বললেও ভুল বলা কিছু হবে না। বাড়ির সামনে রয়েছে বিশাল বাগান যেখানে রয়েছে একটি বিশাল বড় ফোয়ারা। বাগানে রয়েছে মরক্কো শৈলের বাতি। বাগানের দেওয়ালে রয়েছে বেশকিছু দামি ফোয়ারা।

বাড়িটিতে রয়েছে গাড়ি রাখার গ্যারেজ, জিম, থিয়েটার সুইমিং পুল। আড্ডা দেবার জন্য রয়েছে একটি খোলার ছাদ এবং একটি ঢাকা ছাদ। এই বাড়ির মূল ফটকের উচ্চতা প্রায় ৪০ ফুট। বাড়িতে রয়েছে ১০টি বড় বড় বেডরুম। রয়েছে একটি বড় হল রুম, যেখানে অনায়াসে বসতে পারেন ২০০ জন ব্যক্তি। এই বাড়িটি থেকে হঠাৎ করে আপনার মনে হতেই পারে এই বাড়িটি একটি বিশাল বড় হোটেল কারণ কোন বাড়িতে এত বিলাসবহুল প্রাচুর্য দেখতে পাওয়া যায় না।

বাড়িটির অন্দরমহল রাঙাতে ব্যবহার করা হয়েছে সাদা কালো এবং সোনালী রং। ঘরের বেশিরভাগ আসবাবপত্র ওই একই রঙে সজ্জিত। শৌচালয় জুড়ে রয়েছে জাকুচি, যাতে রয়েছে একটি সোনালী রঙের বিশাল বড় ঝাড়বাতি। গোটা বাড়িতে ঝাড়বাতির সংখ্যা প্রায় ১৪০ টি। বাড়ির পিছনে রয়েছে একটি বিশাল বড় পানশালা যেখানে বারবিকিউ করার ব্যবস্থা রয়েছে। বাড়িতে সজ্জিত পাথরের মূর্তিগুলি আমদানি করা হয়েছে ইটালি এবং স্পেন থেকে, যার এক একটির দাম কয়েক লক্ষ টাকা।

আরো পড়ুন: কেবলমাত্র জিনিয়াস লোকেরাই পারবেন ৫ সেকেন্ডের মধ্যে Petro-র ভিড়ের মধ্যে Retro শব্দটি খুঁজে বের করতে

বাড়িতে একতলায় রয়েছে অফিস ঘর এবং তার সঙ্গে লাগোয়া একটি বেডরুম এবং বসার ঘর। বাড়িটির প্রত্যেকটি মেঝেতে বিছানো রয়েছে তুরস্কের গালিচা। তবে এই বিলাসবহুল বাড়িটির মালিক কে ছিলেন বা এই বাড়িটি এখনো বিক্রি হয়েছে কিনা তা জানা যায়নি।