পর্যটকদের কাছে দিঘাকে আরো আকর্ষণীয় করে তুলতে তৈরি হতে চলেছে আন্ডার ওয়াটার পার্ক, জানুন কী কী থাকবে পরিষেবা

হাতের কাছে সমুদ্র বললেই মনে পড়ে দীঘার(Digha)কথা। পুরী যেহেতু কিছুটা দূরে তাই সমুদ্রের জন্য মন কেমন করলেই আমরা দীঘা ঘুরে আসি। যদিও এখন দীঘা ছাড়াও তাজপুর এবং মন্দারমনিও আছে সেই তালিকায়। যেহেতু দীঘা খুব একটা দূরে নয় এবং খরচা সাপেক্ষ নয় তাই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে ঘুরে আসার একটাই ঠিকানা, তা হল দীঘা।

আরো পড়ুন: মহাকাশে ঐতিহাসিক জয়ের পর এবার লক্ষ্য সমুদ্র! একাধিক অজানা তথ্য উঠে আসবে ISRO এই অভিযানে

এবার পর্যটকদের কাছে দিঘাকে আরো বেশি আকর্ষণীয় করে তোলার জন্য নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে এই পর্যটন কেন্দ্রকে। একদিকে যেমন ছোটদের জন্য ঢেউ সাগর পার্ক তেমন অন্যদিকে জগন্নাথ ধাম, দিঘাকে নতুন করে সাজিয়ে তোলার জন্য একের পর এক নতুন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। তবে এবার আরো একটি সুখবর আসতে চলেছে পর্যটকদের জন্য কারণ এবার দীঘায় তৈরি হতে চলেছে নতুন পার্ক তাও আবার বিদেশি পর্যটন স্থানের আদলে।

সিঙ্গাপুরের আদলে গড়ে উঠতে চলেছে “আন্ডার ওয়াটার পার্ক”। খুব শীঘ্রই স্থান চিহ্নিতকরণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে প্রশাসনের তরফ থেকে। একেবারে বিদেশী স্টাইলে গড়ে উঠবে আন্ডার ওয়াটার পার্ক যেখানে সিঙ্গাপুরের ধাঁচে দেখতে পাবেন সব কিছু। এই পার্কে একেবারে সমুদ্রের জলের নিচে টানেল তৈরি করা হবে। যেখানে গেলে আপনি দেখতে পাবেন সমুদ্রের তলার সমস্ত প্রাণীকে জীবন্ত একেবারে চোখের সামনে।

আরো পড়ুন: কেবলমাত্র জিনিয়াস লোকেরই পারবেন মাত্র ১০ সেকেন্ডের মধ্যে ছবিতে থাকা ৩ টি অমিল খুঁজে বের করতে

এই পার্ক গড়ার দায়িত্ব পেয়েছেন হিডগো নামক একটি সংস্থা। জগন্নাথ মন্দিরটি আগামী বছর লোকসভা নির্বাচনের আগেই তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে আর তারপরেই হয়তো শুরু হয়ে যাবে এই আন্ডার ওয়াটার পার্কের কাজ। এবার তাই দীঘায় বেড়াতে গেলে শুধু সাগরের দৃশ্য উপভোগ নয় বরং দেখা যাবে আরো অনেক কিছু।