এবার সরকারি অ্যাপে মাত্র ২০০ টাকা খরচেই পেয়ে যাবেন ১ কোটি টাকা, মোদী সরকার নিয়ে এলো দুর্ধর্ষ স্কিম

সামনে লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগেই গ্যাসের দাম প্রায় ২০০ টাকা কমিয়ে দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে মোদি সরকার (Modi Government)। এবার আরও একটি চমকপ্রদ তথ্য উঠে এসেছে সকলের সামনে। আপনার স্মার্ট ফোনে যদি একটি অ্যাপ (Mera Bill Mera Adhikar)থাকে তাহলেই আপনি হতে পারেন কোটিপতি।

কিন্তু কিভাবে? সম্প্রতি মোদি সরকার একটি নতুন স্কিম নিয়ে এসেছে যেখানে আপনি জিতে নিতে পারেন ২০০ টাকা জিএসটি বিল থেকে ১ কোটি টাকা পর্যন্ত। মাত্র একটি অ্যাপ থেকেই আপনি হতে পারেন কোটিপতি। অবিশ্বাস্য মনে হলেও কথাটি একেবারে সত্যি।

Mera Bill Mera Adhikar

আজই Google Play Store থেকে “Mera Bill Mera Adhikar” অ্যাপটি সার্চ করে ইন্সটল করে নিন। আপনি যদি এই অ্যাপে লাকি ড্র- এ বিজয়ী হন তাহলে আপনি মাত্র ৩০ দিনের মধ্যে পেয়ে যাবেন নির্ধারিত অর্থ। আপনাকে ৩০ দিনের মধ্যে আপনার প্যান নম্বর, আধার কার্ড নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ জমা করতে হবে, তারপরেই মাত্র এক মাসের মধ্যে আপনার পুরস্কারের অর্থ আপনার অ্যাকাউন্টে চলে আসবে।

আরো পড়ুন: আবারো চাপ বাড়লো বলিউডের, এই দক্ষিণী ছবির প্রথম ঝলক দেখেই চক্ষুচড়ক বলিউড প্রেমীদের
এবার আপনার প্রশ্ন হবে নিশ্চয়ই কিভাবে আপনি ১ কোটি টাকা জিততে পারবেন?

প্রথমেই বলে রাখি, গত ১ সেপ্টেম্বর ২০২৩ থেকে এই নতুন স্কিম চালু করেছে মোদি সরকার। ভারতের প্রত্যেক নাগরিক এতে অংশগ্রহণ করতে পারবেন। এই প্রকল্পের অধীনে একাধিক লাকি ড্র অনুষ্ঠিত হবে যেখানে সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক এক কোটি টাকা জিতে নেবার সম্ভাবনা থাকবে আপনার।

এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন আসাম, গুজরাট, হরিয়ানা, পন্ডিচেরি, দাদরা, নগর- হাভেলি সহ দমন এবং রাজ্যের জনসাধারণ। স্কিমটি এক বছরের জন্য বৈধ থাকবে। প্রতি তিন মাসে দুটি করে বাম্পার পুরস্কার দেওয়া হবে স্কিম গ্রাহকদের। ১ কোটি টাকা ছাড়াও গ্রাহকরা পাবেন ১০ লক্ষ টাকা, যেটির ১০ টি মাসিক লাকি ড্র অনুষ্ঠিত হবে। এছাড়াও ১০ হাজার টাকার ৮০০ টি মাসিক লাকি ড্র খেলা হবে এই স্কিমে।

Mera Bill Mera Adhikar
এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপলোড করবেন?

প্রথমে আপনাকে অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং তারপর বিলের ইন ভয়েস আপলোড করতে হবে।

ইনভয়েস আপলোড করার জন্য আপনাকে MY Invoice অপশনে যেতে হবে, যেখানে ক্যামেরা গ্যালারি এবং পিডিএফ এই তিনটি অপশন পাবেন আপনি। আপনার ফটো পিডিএফ ফরম্যাটে বিলেট ইনভয়েস আপলোড করতে সক্ষম হবেন।

এবার আপনার বিলের সমস্ত বিবরণ অন্তর্ভুক্ত করতে হবে এবং সাবমিট ইনভয়েসে ক্লিক করতে হবে। আপনি চাইলে সংশোধনও করতে পারেন। এরপর ইনভয়েস আপলোড করতে হবে এবং ARN জেনারেট করতে হবে।

আরো পড়ুন: এখনই থেমে থাকবে না ISRO, চাঁদের পর এবার লক্ষ্য সূর্য, আরো একটি ইতিহাস গড়ার পথে ভারত

অবশেষে ARN সহ ইনভয়েসের বিবরণ দেখতে হবে My Invoice সেকশনে গিয়ে। পুরস্কার জেতার ক্ষেত্রে হার্ড কপি অবশ্যই নিরাপদে রাখতে হবে ব্যবহারকারীদের।