ভুলে যান কন্যাশ্রী যুবশ্রী’র কথা, এবার রাজ্যের পড়ুয়াদের ৩৩০০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার, জানুন বিস্তারিত!

Mamata Banerjee ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল(TMC) সরকারের তরফ থেকে একের পর এক সরকারি প্রকল্প চালু করা হয়েছে যার ফলে প্রচুর সুবিধা পেয়েছেন সাধারণ মানুষ। কখনো লক্ষী ভান্ডার কখনো কন্যাশ্রী কখনো যুবশ্রী, মানুষের যে কোন সমস্যার সমাধান হয়ে গেছে এই সমস্ত প্রকল্পের হাত ধরে। তবে এই সমস্ত প্রকল্পকে এবার পেছনে ফেলে দিয়ে জনপ্রিয়তা ছিনিয়ে নিতে চলেছে আরও একটি প্রকল্প।

পশ্চিমবঙ্গ(West Bengal)রাজ্য সরকারের যে প্রকল্পটি সম্প্রতি জনপ্রিয়তা পেতে শুরু করেছে সেই প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের পড়ুয়ারা এবার বিভিন্ন ধরনের স্কলারশিপের সুযোগ-সুবিধা পাবে। মেধাবী বা কম মেধাবী যেমনি ছাত্র-ছাত্রী হোক না কেন, উচ্চ শিক্ষা সম্পন্ন করার জন্য এবার স্কলারশিপ পেতে চলেছে শিক্ষার্থীরা।

আরো পড়ুন : ৫০০০ কোটি টাকার সম্পত্তির মালিক অথচ সেই সম্পত্তির কানাকড়িও পাবেন না ছেলেমেয়েরা, কারণ জেনে চমকে যাবেন আপনিও

এই নতুন প্রকল্পটির নাম ঐক্যশ্রী প্রকল্প বা স্কলারশিপ প্রকল্প। এই প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের পড়ুয়াদের ৩৩ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে। তবে এই স্কলারশিপের সুযোগ সুবিধা রাজ্যের সমস্ত পড়ুয়ারা কিন্তু পাবেন না। এই স্কলারশিপের সুযোগ সুবিধা পাবেন মুসলিম,খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং শিখ ধর্মালম্বী শিক্ষার্থীরা।

প্রথম শ্রেণী থেকে শুরু করে রিসার্চ লেভেলের পড়ুয়ারা পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপকে(Scolership) প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এবং মেরিট কাম মিনস। আবেদনকারীরা, ১১০০ টাকা থেকে শুরু করে ৩৩ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাবেন এই প্রকল্পের অধীনে।

আরো পড়ুন : বাঘাযতীন নাকি লাল সিং চাড্ডা”..দেবের সিনেমার পোস্টার দেখেই উপহাসের ঝড় সোশ্যাল মিডিয়া জুড়ে

অনলাইনে আবেদন করতে হবে wbmdfcscholarship.org ওয়েবসাইটে গিয়ে। যদি প্রথমবার আবেদন করেন তাহলে রেজিস্ট্রেশন করতে হবে আর যদি আবেদন করা থাকে তাহলে পরবর্তী বছর গুলিতে আবেদন করার জন্য রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে হবে। এই ওয়েবসাইট থেকেই আপনি দেখে নিতে পারবেন আপনার আবেদন স্থিতি কোথায়। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য এখনো আবেদন প্রক্রিয়া শুরু করা হয়নি। তবে গত বছর যারা আবেদন করেছিলেন তারা ৩০ জুন ২০২৩ এর মধ্যে রিনিউয়াল করতে পারবেন নিজেদের আবেদন পত্র।