ভারতের বুকে দ্বিতীয় অ্যান্টেলিয়া বানিয়ে মুকেশ আম্বানিকেও কড়া টেক্কা দিলেন এই ব্যক্তি

মুকেশ আম্বানী (Mukesh Ambani) অথবা অ্যান্টিলিয়ার (Antillia) কথা আমরা প্রায় সব সময় শুনে থাকি। মুম্বাই শহরের অন্যতম দর্শনীয় স্থান হল আম্বানি পরিবারের এই আবাসন। কোন না কোন কারনে এই আবাসনের নাম কবরে শিরোনামে দেখা যায় কিন্তু আজ এমন একজন ব্যক্তির কথা বলব যিনি মুকেশ আম্বানিকেও টেক্কা দিতে চেষ্টা করছেন?

Mukesh Ambani

এই ব্যক্তি কোন বিখ্যাত শিল্পপতি অথবা অভিনেতা নয়, কোন নেতা বা নেত্রীও নয়। এই ব্যক্তি হলেন উত্তর প্রদেশের বাসিন্দা। উত্তরপ্রদেশের(Uttar Pradesh) মির্জাপুর জেলায় একটি ১৪ তলা বাড়ি বানিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন সিয়ারাম প্যাটেল(Siyaram Patil) নামের এক ব্যক্তি। গ্রামীণ এই ব্যবসায়ী কিছুটা অ্যান্টিলিয়ার আদলেই তৈরি করেছেন নিজের ১৪ তলা বাড়ি।

আরো পড়ুন: চন্দ্রযান ৩ অভিযানের পর এবার ভারতের নভশ্চররা পা রাখে চলেছেন মহাকাশের মাটিতে জানুন কবে থেকে শুরু হচ্ছে পরিকল্পনা
শুধু আবাসনের দিক থেকে নয়, ব্যক্তিগত দিক থেকেও এই ব্যক্তি খবরে শিরোনাম ছিনিয়ে নিয়েছেন কারণ এখনো পর্যন্ত তিনি বিয়ে করেছেন ৪ বার। সন্তান রয়েছে ৬ টি। পেশায় তিনি ওষুধ ব্যবসায়ী। পৈত্রিক বাড়ি এবং জমি ছাড়াও তিনি ব্যবসা করে আজ কয়েক কোটি টাকার মালিক।

Mukesh Ambani House

১৪ তলা বাড়িটি তৈরি করে কিছুটা সমস্যায় যদিও পড়তে হয়েছিল তাকে কারণ এই বাড়িটি সম্পূর্ণভাবে অবৈধভাবে তৈরি। এই বাড়িটি নিয়ে অন্যকেও কোন সমস্যা না তৈরি করলেও সিয়ারামের তৃতীয় পক্ষের কন্যা সন্তান এসডিএম এর কাছে এই বাড়িটি নিয়ে আবেদন করে অভিযোগ জানান, যার পরে এই বাড়িটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সিল করে দেন।

আরো পড়ুন: ভারতের মুকুটে আবারো নতুন পালক, “মেক ইন ইন্ডিয়া” ডাকে সাড়া দিয়ে ৮৬৭৫ কোটিতে বিক্রি হবে ভারতের তেজস

এই প্রসঙ্গে অভিযোগ জানিয়ে গ্রামের বাসিন্দা রামেশ্বর গণ্ড জানান, নিজেকে রাজার মত বিখ্যাত করার উদ্দেশ্যে সিয়ারাম এই বাড়িতে তৈরি করেছিল। ও আরো উঁচু ভবন নির্মাণ করার চেষ্টায় ছিল। পরবর্তীকালে প্রশাসন নির্মাণ কাজ বন্ধ করে দেয়। কোন সঠিক নিয়ম না মেনে এই ভবনটি তৈরি করা হচ্ছিল তাই আশেপাশের অনেক মানুষ নিজেদের বাড়ি ছেড়ে চলে যান। রাস্তা দিয়ে যাতায়াত করার সময়ও পথচারীরা বহুবার দুর্ঘটনার শিকার হয়েছিল এই বাড়িটির জন্য। অবশেষে অভিযোগ পেয়ে এই বাড়িটি সিল করে দেওয়া হয়।