একদিকে তিনি যেমন সুন্দরী তেমন অন্যদিকে তিনি ভীষণভাবে স্পষ্টবাদী আর তাই হয়তো অভিনয় জগতের পাশাপাশি সমানভাবে তিনি জনপ্রিয় রাজনৈতিক মহলে। তিনি আর কেউ নন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। প্রফেশনাল জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও খুবই রঙিন। রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেম তারপর বিচ্ছেদ, পরে শুভশ্রীর সন্তান হওয়ার পর আরো একবার বন্ধুত্ব সবকিছুই আমরা জেনেছি সোশ্যাল মিডিয়ার(Social Media) পর্দায়।
তবে মিমি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুবই খোলামেলা হলেও একটি প্রশ্ন এখনো থেকে যায়। মিমি চক্রবর্তী কি এখন প্রেম করছেন? প্রশ্নটি অভিনেত্রী তথা সংসদের দিকে ছুড়ে দিলে তিনি বলেন, প্রেম বিষয়টা ভীষণ জটিল। একেকজনের ক্ষেত্রে একেক রকমের প্রেম দেখা যায়। তবে প্রেম করা ভালো কারণ প্রেম বিষয়টি ভীষণ ভালো।
আরো পড়ুন: চাপ বাড়লো মুকেশ আম্বানি সংস্থার, ভারতের টেলিকম সেক্টরে রাজকীয় এন্ট্রি হতে চলেছে Elon Musk এর
মিমির কথায়, সবার আগে নিজেকে ভালবাসতে হবে। নিজেকে ভালো না বাসলে অন্য কাউকে ভালোবাসা যায় না। সবার আগে নিজের প্রতি যত্ন নিতে হবে। নিজে ঠিক থাকলেই তবেই আর পাঁচটা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া যায়। নিজেই যদি অসহায় জীবনযাপন অতিবাহিত করেন তাহলে মানুষের সাহায্য করবেন কিভাবে?
আরো পড়ুন:উন্নত হয়েছে প্রযুক্তি ও বিজ্ঞান, তাও ১১০ বছর পেরিয়ে গেলেও কেন টাইটানিকের ধ্বংসাবশেষ উদ্ধার করা গেল না আজও
কিছুদিন আগেই মিমি চক্রবর্তী ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তখনই তিনি ঠিক করেন তিনি আগে নিজেকে প্রাধান্য দেবেন। নিজের প্রতি সমস্ত দায়িত্ব খুব সুনিপুণভাবে পালন করেন মিমি। রাজনৈতিক কাজকর্মের পাশাপাশি এখন তিনি নিজের সিনেমা নিয়েও ভীষণ ব্যস্ত, তাই বিয়ে নিয়ে এখনো তিনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। প্রেম করছেন কিনা সেটা যদিও এখনো জানা যায়নি। যখন অভিনেত্রী চাইবেন তখন নিশ্চয়ই জানা যাবে মিমির প্রেম জীবনের কথা।