ছোটবেলার ছবি শেয়ার করতে কার না ভালো লাগে। সবার কাছেই ভীষণ স্পেশাল হয় সকলের কাছে এই সমস্ত ছবি। ব্যস্ততম দিনের শেষে যখন এই সমস্ত ছবিতে চোখ পড়ে তখন কোথাও যেন মন ভালো হয়ে যায়। ভক্তদের আবদারে এমনই কিছু ছোটবেলার ছবি পোস্ট করেন বলিউডের(Bollywood)অভিনেতা অভিনেত্রীরা। বলাই বাহুল্য, এই সমস্ত ছবি দেখে তারাও কিছুটা নস্টালজিক হয়ে পড়েন।
সম্প্রতি বলিউডের এক অন্যতম নায়িকা নিজের ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে(Social Media) ছবিতে ছোট্ট মেয়েটি পড়ে রয়েছে একটি পাইলটের পোশাক। এই ছোট্ট মিষ্টি মেয়েটি আজ বলিউডের একজন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয়। দেখুন তো চিনতে পারেন কিনা এই ছোট্ট মিষ্টি মেয়েটিকে?
আরো পড়ুন: সানি দেওলের ছেলের বিয়েতে সকলের নজর কাড়লেন এই সুন্দরী, জানুন তার পরিচয়
ছবিতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন তারই সঙ্গে কিন্তু কিং শাহরুখ খানের(Shahrukh Khan) পরিবারের ঘনিষ্ঠতা রয়েছে ভীষণভাবে। মেয়েটির বাবার সঙ্গেও শাহরুখ খানের গভীর বন্ধুত্ব রয়েছে। এখনো যদি চিনতে না পারেন তাহলে চলুন আরও একটা হিনট দি আপনাকে। এই ছোট্ট মেয়েটি বলিউডে পদার্পণ করেছিলেন করন জোহরের হাত ধরে।
আপনি তো বলবেন অনেকেই করন জোহরের হাত ধরে পদার্পণ করেছেন তাতে নতুন কথা কি। না এই মেয়েটি হয়তো করন জোহরের হাত ধরে পদার্পণ করেছেন কিন্তু বর্তমানে তিনি নিজের স্ট্রাগলের গল্প বলে ভীষণভাবে ট্রল হন সোশ্যাল মিডিয়াতে। যিনি কোনদিন জীবনে কষ্ট দেখেননি, তার মুখে এমন কথা শুনে যে আশ্চর্য হবেন মানুষ তা বলাই বাহুল্য।
আরো পড়ুন: ভারতের সবথেকে নোংরা ও অস্বাস্থ্যকর ট্রেন,ভুলেও কাটবেন না টিকিট
এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা বলছি আমরা। আমরা কথা বলছি অনন্যা পান্ডের(Ananya Pandey) কথা। সুহানা এবং অনন্যা বেস্ট ফ্রেন্ড এ কথা আমরা সকলেই জানি। অনন্যা শেষ অভিনয় করেছিলেন বিজয় দেবেরকোন্ডার বিপরীতে “লাইগার” সিনেমাতে। এর আগে তিনি স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২, পতি পত্নী আউর ও সহ আরো বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন কিন্তু কোন সিনেমাই বক্স অফিসে ম্যাজিক দেখাতে পারেনি।
অভিনেত্রীর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, চাঙ্কি পান্ডে তার ছোট্ট মেয়ের থেকে জানতে চাইছেন তুমি কি বিমান সেবিকা? উত্তরে ছোট মেয়েটি বলেন, আমি পাইলট। যদিও ছোটবেলায় পাইলট হবার ইচ্ছা থাকলেও বড় হয়ে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন অনন্যা।