যে কোনো তারকা(Celebrity) নিজ নিজ ক্ষেত্রে উপার্জন করেন কয়েক কোটি টাকা। ক্রিকেটের ক্ষেত্রে হোক অথবা অভিনয় জগতের হোক, মোটা টাকা আয় করেন সেলিব্রেটিরা। তবে নিজ নিজ ক্ষেত্রে কাজ করার পাশাপাশি সেলিব্রেটিরা ব্র্যান্ড প্রমোশন (Brand Promotion) বা বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকেন।
আরো একটি মাধ্যমে অর্থ উপার্জন করেন তারকারা সেটি হল ইনস্টাগ্রাম(Instagram)। ইনস্টাগ্রামে প্রতিনিয়ত আপডেট থাকেন তারকারা এবং একজন তারকার কয়েক লক্ষ ভক্ত ফলোয়ার থাকেন। আমরা সকলেই জানি সাবস্ক্রিপশন এবং ফলোয়ারের উপর নির্ভর করে instagram থেকে অর্থ উপার্জন করা যায়। তবে ইনস্টাগ্রাম থেকে সবথেকে বেশি উপার্জন যিনি করেন তার নাম শুনলে আপনি চমকে যাবেন।
আরো পড়ুন: রয়েছে একাধিক বিলাসবহুল সুবিধা, ট্রেনে বসেই নিশ্চিন্তে করতে পারবেন মদ্যপান! ভারতীয় রেলের এই ট্রেনের টিকিটের দাম ১৯ লাখেরও বেশি
না শাহরুখ খান অথবা সালমান খান নন, instagram থেকে সব থেকে বেশি যিনি আয় করেন তিনি হলেন বিরাট কোহলি(Virat Kohli)। ইনস্টাগ্রামে বিরাট কোহলির অনুরাগীর সংখ্যা প্রায় ২৫ কোটি। প্রতি পোষ্টের জন্য প্রায় ৯ কোটি টাকা আয় করেন এই ক্রিকেটার। ইনস্টাগ্রাম থেকে বিশ্বের ১০০ জন উপার্জনকারীদের তালিকায় ভারতীয়দের মধ্যে একজন হলেন বিরাট কোহলি।
instagram ছাড়াও মোট ১৮ টি ব্র্যান্ড বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এক একটি বিজ্ঞাপনী শুটিংয়ের জন্য তিনি ৭ থেকে ১০ কোটি টাকা নেন। বছরের শুধুমাত্র বিজ্ঞাপন প্রচার থেকেই তিনি আয় করেন ১৭৫ কোটি টাকা। বুঝতেই পারছেন, মহিলাদের মধ্যে জনপ্রিয়তা থাকার জন্যই বিরাট কোহলির এত ফ্যান ফলোইং এবং ইনস্টাগ্রাম থেকে এত উপার্জন।
আরো পড়ুন: কেউ ছিলেন সেলসম্যান, আবার মাজতেন বাসন! বলিউডে আসার আগে অন্য পেশার সাথে যুক্ত ছিলেন তারকারা
প্রসঙ্গত, instagram- এর আয়ের নিরিখে ভারতীয় তারকার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস(Priyanka Chopra Jonas)। প্রত্যেকটি পোষ্ট এর জন্য তিনি ৩.৫ কোটি টাকা পারিশ্রমিক নেন। এছাড়াও বিজ্ঞাপন অথবা অন্যান্য ব্রান্ড শুটের জন্য প্রায় কয়েক কোটি টাকা নিয়ে নেন এই সুন্দরী।