লিটিল ইন্ডিয়া নামে খ্যাত বিশ্বের এই দেশ! যেখানে সরকারি ভাষা হিন্দি,জানেন না অধিকাংশ মানুষজন

প্রতিযোগিতার বাজারে যদি আপনি নিজেকে প্রমাণ করতে চান তাহলে শুধু পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি বা বাহ্যিক থাকা ভীষণ প্রয়োজন। ব্যাঙ্কিং, রেলওয়ে অথবা অন্য যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় (Competitive Exam) কেমন প্রশ্ন আসবে তার কিছু নমুনা নিয়ে এসেছি আমরা আপনার কাছে যেগুলি জানা থাকলে আপনার আগামী দিনের সুবিধা হবে অনেকটাই।

আরো পড়ুন: সৌন্দর্যের দিক থেকে বলি অভিনেত্রী ঐশ্বর্য রায়ের থেকেও বেশি সুন্দরী অভিনেতা যশের স্ত্রী, দেখুন ছবিগুচ্ছ

১) পেশীর ব্যথার চিকিৎসায় কোন রশ্মি ব্যবহৃত হয়?
উ: ইনফ্রায়েড রশ্মি। এটি সাধারণত পেশীর ব্যথা, চিন্তার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়।

২) দিল্লিতে “শান্তিবন” সমাধিটি কার?
উ: জহরলাল নেহেরু(Jawaharlal Nehru)। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর এই সমাধিস্থল যমুনা নদীর পশ্চিমে এবং রাজঘাটের উত্তরে অবস্থিত।

৩) বাংলায় ভক্তি আন্দোলনের প্রবর্তক কে?
উ: শ্রীচৈতন্য। শ্রীচৈতন্যের ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ।

৪) ওনাম কোন রাজ্যের বিখ্যাত উৎসব?
উ: কেরালা দক্ষিণ ভারতের এই রাজ্যের মলয়ালি জাতির ধান কাটার বার্ষিক উৎসব হিসেবে পরিচিত ওনাম।

আরো পড়ুন: এশিয়ার ধনীতম ব্যক্তি তথা রিলায়েন্স গ্রুপের প্রধান মুকেশ আম্বানির বেতনের পরিমাণ শুনলে চমকে যাবেন আপনিও

৫) বিশ্বের কোন দেশকে ছোট্ট ভারত বলা হয়?
উ: ফিজি। ওশিয়ানিয়া মহাদেশের দক্ষিণ প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত এই ছোট্ট দেশকে বলা হয় ছোট্ট ভারত বা লিটিল ইন্ডিয়া(Little India)। এই দেশের ৩৮ শতাংশ মানুষ হিন্দিতে কথা বলেন। সরকারি ভাষাও হিন্দি। বর্তমানে দেশের প্রধানমন্ত্রীও ভারতীয় বংশোদ্ভূত তাই এটিকে বলা হয় ছোট্ট ইন্ডিয়া।