জওয়ান সিনেমায় শাহরুখের বিপরীতে অভিষেক হতে চলেছে এই বাঙালি অভিনেত্রীর, জানুন পরিচয়

টলিউড,বলিউড (Bollywood )বা হলিউড, যে কোন ইন্ডাস্ট্রিতেই ইগোর লড়াই থাকলেও শাহরুখ খান( Shahrukh Khan) এমন একজন অভিনেতা যাকে ভালোবাসেন প্রত্যেক অভিনেতা অভিনেত্রী। যে কোন অভিনেতা অভিনেত্রীর কাছেই শাহরুখ খানের হাত ধরে অভিনয় জগতে পদার্পণ করা একটি স্বপ্নের মত, যা সকলের পূরণ হয় না। দীপিকা পাড়ুকোন বা অনুষ্কা শর্মার পর এবার এক বাঙালি অভিনেত্রীর এমন সৌভাগ্য হতে চলেছে।

Sharukh Khan Jawan

বহুল চর্চিত সিনেমা জওয়ান (Jawan) এর হাত ধরে দিল্লি নিবাসী সঞ্জিতা (Sanjita) প্রবেশ করতে চলেছেন বলিউডে। জন্ম সূত্রে বাঙালি হলেও ছোটবেলা থেকেই তিনি দিল্লি নিবাসী। হিন্দি ভাষার পাশাপাশি গড়গড় করে বলতে পারেন বাংলা। এর আগে ফিলস লাইক ইশক, the broken নিউজ সহ আরো বেশ কিছু ছোট ছোট চরিত্রে অভিনয় করলেও শাহরুখ খানের হাত ধরে এবার একেবারে পাকাপাকিভাবে বলিউডে প্রবেশ করতে চলেছেন এই বাঙালি অভিনেত্রী।

আরো পড়ুন: মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স এবার সাশ্রয়ী মূল্যে নিয়ে এল JioBook Laptop

অভিনেত্রীর বাবা কলকাতার বাসিন্দা, মা ময়মনসিংহের মেয়ে। স্বাভাবিকভাবেই বাড়িতে বাংলায় কথা বলা হয় সব সময়। পড়াশোনা ছাড়াও গান নিয়ে চর্চা হয় বাড়িতে। অভিনেত্রী গান নিয়ে পড়াশোনা করেছেন বার্কলি কলেজ অফ মিউজিকে, যে institute থেকে কিছু বছর এ আর রহমানকে ট্রিবিউট দেওয়া হয়েছিল। কাকতলীয়ভাবে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সঞ্জিতা।

Sharukh Khan

ছোটবেলা থেকেই বাউল গান এবং রবীন্দ্র সংগীত চর্চা করেই বড় হয়েছেন তিনি। প্রতি বছর ঘুরে আসেন শান্তিনিকেতন থেকে। মূলত বাবার থেকেই রবীন্দ্রসঙ্গীতের তালিম নেওয়া অভিনেত্রীর। বছর দুয়েক আগে নেটফ্লিক্সে। মুক্তিপ্রাপ্ত সিরিজ ফিলিস লাইক ইশক, ওয়েব সিরিজে অভিনয় করার সুযোগ পান অভিনেত্রী এবং ঠিক তার এক মাসের মাথায় অফার পান জওয়ান সিনেমার।

আরো পড়ুন: ল্যান্ডিংয়ের পর চাঁদে কেমন দেখাবে চন্দ্রযানকে, ছবি তৈরি করল AI

বিগ বাজেটের এই সিনেমায় শাহরুখ খান ছাড়াও অভিনয় করবেন দীপিকা পাডুকোন, প্রিয় মনি, সান্যা মালহোত্রা সহ একাধিক নামিদামি অভিনেতা অভিনেত্রী। নারী কেন্দ্রিক এই সিনেমার বিষয়বস্তু সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দেবে বলে আশাবাদী ছবি পরিচালক থেকে প্রযোজক সকলেই। এবার এই সিনেমায় এই বাঙালি অভিনেত্রীর নাম সংযোজক হবার পর কিছুটা হলেও এই সিনেমা নিয়ে উচ্ছ্বসিত বাঙালী ভক্তরা।