সানি দেওলের ছেলের বিয়েতে সকলের নজর কাড়লেন এই সুন্দরী, জানুন তার পরিচয়

বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে সানি দেওলের (Sunny Deol) ছেলের বিয়ের ভিডিও এবং ছবি। সংগীত থেকে শুরু করে মেহেন্দি আরো পাঁচটা তারকার মতো এই অনুষ্ঠানের ছবিও সোশ্যাল মিডিয়াতে সমান গতিতে ভাইরাল হয়েছে।সানি পুত্র করণ দেওলের(Karan Deol) এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক নামি দামি তারকারা। শাহরুখ খান থেকে আমির খান, রণবীর সিং থেকে শুরু করে দীপিকা উপস্থিত ছিলেন অনেকেই।

Prerna Gill
উপস্থিত ছিলেন হেমা মালিনী(Hema Malini) এবং তার দুই কন্যাও। তবে এত তারকাদের মধ্যে এক সুন্দরী ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে ভাইরাল হয়েছে, যাকে দেখে অনেকেই তার পরিচয় জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

আরো পড়ুন: পৃথিবীর দিকে আছে ভয়ঙ্কর সৌরঝড়, অন্ধকার হবে পৃথিবীর একাংশ! নাসার চরম সতর্কতা

আসলে এই সুন্দরী হলেন ধর্মেন্দ্র নাতনি প্রেরণা গিল(Prerana gill)। স্বাভাবিকভাবেই অসাধারণ সুন্দরী তিনি। সৌন্দর্যের দিক থেকে যেকোনো বলিউড অভিনেত্রীকে টেক্কা দিতে পারেন এই সুন্দরী তবে সিনেমার দুনিয়ায় পা রাখেননি এখনো। মা বিজিতার মতই লাইম লাইন থেকে দূরে থাকতে পছন্দ করেন প্রেরণা।

Prerna Gill

অভিনেত্রী না হলেও লেখিকা হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চান ধর্মেন্দ্র(Dharmendra) নাতনি। নিজের কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকেন তিনি। সম্প্রতি করনের বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন প্রেরণা এবং একসঙ্গে ছবি তুলেছিলেন সকলের সঙ্গে। এত মিষ্টি একটি মেয়েকে দেখে সকলেই তার সম্পর্কে জানতে চাইছেন।

Prerna Gill

আরো পড়ুন: ১৭ তলা বিল্ডিং-এর সমান টাইটানিকের একটি টিকিটের মূল্য শুনে কপালে উঠবে চোখ!স্বয়ং মুকেশ আম্বানিও কিনবার আগে ১০ বার ভাববেন

তবে এই প্রথম নয়, এর আগেও প্রেরণার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল যখন তিনি সানি দেওল এবং ববি দেওলের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন। তবে শুধু বিয়ের অনুষ্ঠান নয় ভাগ্নির লেখা বিভিন্ন বইয়ের প্রকাশনী অনুষ্ঠানেও দেখা যায় দুই মামাকে। তবে এবার দেওল পরিবারের এত বড় অনুষ্ঠানে প্রেরণার উপস্থিতি আলাদা করে সকলের নজর কেড়ে নিয়েছে।