রবীনা-শিল্পা নয় অক্ষয় কুমারের প্রথম প্রেমিকা ছিলেন এই অভিনেত্রী

শুধুমাত্র পর্দায় রঙিন মেজাজের জন্য বিখ্যাত ছিলেন না তিনি, ব্যক্তিগত জীবনেও একাধিক প্রেমিকাকে নিজের প্রেমে পড়তে বাধ্য করেছিলেন অক্ষয় কুমার(Akshay Kumar)। বলিউডের (Bollywood) খিলাড়ি অক্ষয় কুমার কত যে মেয়ের প্রেম নিয়ে খেলা করেছেন তা গুনে শেষ করা যাবে না। ৮ থেকে ৮০, সব বয়সের অভিনেত্রীরাই অক্ষয় কুমারের প্রেমে পাগল ছিলেন। কাকে ছেড়ে কার নাম বলবেন?

Shilpa Shetty

রবীনা ট্যান্ডনকে(Raveena Tandon) বিয়ের প্রতিশ্রুতি দেওয়া থেকে শুরু করে শিল্পা শেট্টির সঙ্গে লিভ ইন, রেখার মতো বয়স্ক অভিনেত্রীর সঙ্গে প্রেম, এখনকার অভিনেতারাও যা করে উঠতে পারেন না, অক্ষয় কুমার করে দেখিয়েছিলেন সবই। তবে রবিনা বা শিল্পা নয়, অক্ষয় কুমারের প্রথম গার্লফ্রেন্ডের নাম শুনলে চমকে যাবেন আপনি।

আরো পড়ুন: ৯২ বছর বয়সে ৫৭ হাজার কোটি টাকার সম্পত্তির মালিক, যিনি পশ্চিমবঙ্গের অন্যতম ধনী ব্যক্তি

অক্ষয় কুমার প্রথম যার প্রেমে পড়েছিলেন বা বলা ভালো অক্ষয় কুমারের প্রেমে যিনি পড়েছিলেন তিনি হলেন অভিনেত্রী তথা মডেল পূজা বাত্রা(Puja Barta)। অক্ষয় এবং পূজা যখন দুজনেই মডেলিং ক্যারিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত ঠিক তখনই একে অপরের প্রেমে পড়েছিলেন এই প্রেমিক যুগল। প্রায় সমসাময়িক সময়ে দুজনেই বলিউড ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেছিলেন যদিও আজ একজন খ্যাতির শিরোনামে পৌঁছে গেছেন এবং অন্যজনকে প্রায় খুঁজেই পাওয়া যায় না।

Raveena Tandon

তবে যার সঙ্গেই প্রেমে জড়িয়ে পড়ুক না কেন অক্ষয় অবশেষে তিনি বিবাহ সম্পন্ন করেছিলেন রাজেশ খান্নার কন্যা টুইংকেল খান্নার(Twinkle Khanna) সঙ্গে। এও শোনা যায়, টুইংকেল খান্নার জন্যই রবীনা ট্যান্ডনের সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছিল অক্ষয় কুমারের। তবে টুইংকেল খান্নাকে ভালোবেসে বিয়ে করলেও বিয়ের পরেও একাধিক সহকর্মীর সঙ্গে প্রেমের বন্ধনে জড়িয়ে পড়েছিলেন অক্ষয়। ওই যে বলে, ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙ্গে।

Puja Batra

আরো পড়ুন: প্রেমিকের নাম মুছে নতুন ট্যাটুতে লিখেছেন ’82E’, দীপিকার এই ট্যাটুর অর্থ জানলে চমকে যাবেন আপনিও

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) থেকে শুরু করে লারা দত্ত, বিবাহিত অক্ষয় কুমারের লিস্ট কিন্তু অনেকটাই লম্বা। তবে প্রেমিক অক্ষয় যেমন হোক না কেন অভিনেতা অক্ষয় কিন্তু যে নিজের অভিনয় নিয়ে ভীষণ সিরিয়াস তা বলার অপেক্ষা রাখে না। টানা পাঁচ ছটি সিনেমা ফ্লাওয়ার পর এবার “ও মাই গড টু” এবং “হেরাফেরি থ্রি” সিনেমার মাধ্যমে আরো একবার নতুনভাবে কাম ব্যাক করতে চলেছেন অক্ষয়।