করতে চেয়েছিলেন বিয়ে, জয়া রেখা বাদ অমিতাভ বচ্চনের প্রথম পেম ছিলেন কলকাতার এই সুন্দরী

নিজের সমসাময়িক যে কোন অভিনেতাকে অবলীলায় পেছনে ফেলে দিয়ে আজও ভীষণভাবে অ্যাকটিভ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। সমসাময়িক অভিনেতা-অভিনেত্রী তো বটেই এমনকি বয়সের থেকে ছোট সহকর্মীদের সঙ্গেও তালে তাল মিলিয়ে অভিনয় করার যোগ্যতা রাখেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ।

ব্যক্তিগত জীবন নিয়েও বারবার খবরের শিরোনামে উঠে এসেছে এই মানুষটির নাম। ভালোবেসে তিনি বিয়ে করেছিলেন জয়া বচ্চনকে(Jaya Bachchan)। একপ্রকার অমিতাভ বচ্চনকে বলা যায় বাংলার জামাই। তবে বিবাহিত হলেও অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার সম্পর্ক কখনোই অস্বীকার করা যায় না। পরিণতি না পেলেও রেখার সঙ্গে অমিতাভ বচ্চনের সম্পর্কের কাহিনী আজও শোনা যায় কান পাতলে।

Amitabh Bachchan

তবে রেখা(Rekha) বা জয়া বচ্চন নয়, জীবনের প্রথম ভালোবাসা ছিলেন অন্য এক নারী। সম্প্রতি অভিনেতার এক ঘনিষ্ঠ বন্ধু সংবাদ মাধ্যমের সামনে ফাঁস করেছেন এই গোপন তথ্যটি। চন্দা এক মারাঠি মেয়েকে মন দিয়েছিলেন অমিতাভ বচ্চন। তিন বছর একসঙ্গে সম্পর্কে ছিলেন তারা।

আরো পড়ুন: কোটি টাকা সম্পত্তির মালিক বলিউড অভিনেতা রণবীর সিং, এক একটি ফিল্মের জন্য করেন এত টাকা চার্জ

শোনা যায়, চন্দাকে নাকি বিয়ে করতে চেয়েছিলেন অমিতাভ কিন্তু সম্পর্ক তার আগেই ভেঙে যায়। কলকাতায় থাকাকালীন এই সম্পর্ক তৈরি হয় অমিতাভ বচ্চনের সঙ্গে চন্দার(Chanda)। পরবর্তীকালে বলিউডের সুযোগ পেয়ে অমিতাভ বচ্চন চলে আসেন মুম্বাইতে এবং সম্পর্কের ইতি হয়ে যায় সেখানেই।

Amitabh Bachchan
বিনোদন জগতে প্রবেশ করার পর টানা বেশ কয়েকটি ফ্লপ সিনেমায় অভিনয় করার পর জঞ্জির সিনেমায় অসাধারণ অভিনয় করে রাতারাতি সুপারস্টারে পরিণত হয়ে যান বিগ বি। ছবির সাফল্যে উদযাপন করার কথা ছিল লন্ডনে। কথা মত অমিতাভ বচ্চনের সঙ্গে যাবার কথা ছিল জয়া বচ্চনের। কিন্তু বাধ সাজলেন হরিবংশ রাই বচ্চন।

আরো পড়ুন: পুষ্পা ২ তে থাকবে বড়সড়ো চমক, আল্লু অর্জুন কে টেক্কা দিতে মাঠে নামছেন বলিউডের এই নামীদামী নায়ক

অমিতাভ বচ্চনের বাবা বলেন, লন্ডনে যদি যেতে হয় তাহলে জয়া বচ্চনকে বিয়ে করে তবে যেতে হবে। প্রসঙ্গত বলে রাখি, ততদিন জয়া বচ্চনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অমিতাভ বচ্চন। বাবার আদেশ মেনে তাই জয় বচ্চনকে ১৯৭৩ সালে বিয়ে করে লন্ডনে যান বিগ বি, আর তখন থেকে শুরু হয় জীবনের এক নতুন অধ্যায়।