বলিউডের এই তারকারা সব থেকে বেশি দিয়েছেন ফ্লপ সিনেমা উপহার, তালিকায় প্রথমেই রয়েছে এই বাঙালি অভিনেতার নাম

বলিউডের(Bollywood) আকাশে এমন অনেক নক্ষত্র রয়েছেন যারা আজ আমাদের কাছে ভীষণভাবে সফল অভিনেতা বা অভিনেত্রী হিসাবে পরিচিত হলেও একসময় পরপর বহু ফ্লপ সিনেমা উপহার দিয়েছেন সিনেমা (Cinema) ইন্ডাস্ট্রিকে। জানলে হয়তো অবাক হয়ে যাবেন এই তালিকায় অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান সকলেই রয়েছেন। তবে এনাদের মধ্যেই এমন দুই অভিনেতা রয়েছেন যারা নিজেদের ক্যারিয়ারে সবথেকে কম ফ্লপ সিনেমা (Flop Cinema) উপহার দিয়েছেন আমাদের।

Shahrukh Khan

শাহরুখ খান(Shahrukh Khan): বলিউডের কিং খান নিজের ফিল্ম ক্যারিয়ারে মোট ২৪টি ফ্লপ সিনেমা উপহার দিয়েছেন।

রাজ কাপুর(Raj Kapoor): দ্যা ওয়ান এন্ড অনলি রাজ কাপুর নিজের ক্যারিয়ারে মোট ২৯ টি ফ্লপ সিনেমা উপহার দিয়েছেন আমাদের যা সত্যি আশ্চর্যজনক।
Cinema Mithun Chakraborty

মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty): ক্যারিয়ারের প্রথম দিকে সব থেকে বেশি ফ্লাট সিনেমা উপহার দিয়েছেন মিঠুন। ক্যারিয়ারে ৩০০টির বেশি সিনেমাতে অভিনয় করলেও তার মধ্যে মাত্র ৫০ টি ছবি সুপারহিট হয়। বলাই বাহুল্য ডিস্কো ড্যান্সার সিনেমার আগে যে কটি সিনেমায় তিনি অভিনয় করেছেন সেই কটি সিনেমা ছিল ফ্লপ।১৯৩৩ সাল থেকে ১৯৩৮ সালের মধ্যে পরপর ৩৩ টি ছবিতে অভিনয় করে ব্যর্থ হয়েছেন তিনি। সর্বসাকুল্যে মোট ১৮০ টি ফ্লপ সিনেমায় অভিনয় করেছেন মিঠুন।

জিতেন্দ্র(Jitendra): বলিউডের অন্যতম হ্যান্ডসাম অভিনেতা জিতেন্দ্র নিজের ক্যারিয়ারে মোট ১০৬ টি ফ্লপ সিনেমা উপহার দিয়েছেন।

আরো পড়ুন: এক সময় দক্ষিণের ছবি দিয়ে শুরু করেছিলেন ক্যারিয়ার, আজ বলিউডে রাজত্ব করছেন এই ৬ অভিনেত্রী

ধর্মেন্দ্র(Dharmendra): এক সময় যিনি বলিউডের অন্যতম তারকা হিসেবে পরিচিত ছিলেন সেই ধর্মেন্দ্র নিজের ক্যারিয়ারে মোট ৯৯ ফ্লপ সিনেমায় অভিনয় করেছিলেন।

ঋষি কাপুর(Rishi Kapoor): ঋষি কাপুর নিজের ক্যারিয়ারে ৭৬ টি ব্যর্থ সিনেমায় অভিনয় করেছেন।

গোবিন্দা(Govinda): গোবিন্দা নোট ৭৫ টি ফ্লপ সিনেমা উপহার দিয়েছেন আমাদের।

Amitabh Bachchan

অমিতাভ বচ্চন(Amitabh Bachchan): অমিতাভ বচ্চন ক্যারিয়ারের প্রথম দিকে প্রায় অনেকগুলি ফ্লপ সিনেমায় অভিনয় করেছিলেন এবং কেরিয়ারে মোট ৬৮ টি ব্যর্থ সিনেমায় অভিনয় করেছেন।

সঞ্জয় দত্ত(Sanjay Dutt): সঞ্জয় দত্ত নিজের ক্যারিয়ারে মোট ৭০টি ফ্লপ সিনেমা উপহার দিয়েছেন আমাদের।

আরো পড়ুন: এগুলি ভারতের দীর্ঘতম রুটের ট্রেন যা ৯ টি রাজ্য ও ৫৭ টি স্টেশনের মধ্য দিয়ে যায়

বিনোদ খান্না(Vinod Khanna): বিনোদ খান্না নিজের ক্যারিয়ারে ৬৮টি ব্যর্থ সিনেমায় অভিনয় করেছেন।

Akshay Kumar

অক্ষয় কুমার(Akshay Kumar): বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার নিজের দীর্ঘ ফিল্ম ক্যারিয়ারে মোট ৫৭ টি ফ্লপ সিনেমায় অভিনয় করেছেন।

রাজেশ খান্না(Rajesh Khanna): জামাই এর পরেই রয়েছে শ্বশুর মশাই এর নাম। রাজেশ খান্না নিজের ক্যারিয়ারে মোট ৫৫ টি ফ্লপ সিনেমায় অভিনয় করেছেন।