কাঙ্গনা-বিদ্যা থেকে সোনম, নারীকেন্দ্রিক ছবি করে বক্স অফিসে ১০০ কোটির তালিকায় নাম লিখেছেন এই অভিনেত্রীরা

Bollywood: কিছু বছর আগেও ১০০ কোটি টাকার সিনেমা মানে বিরাট ব্যাপার ছিল কিন্তু এখন যে করে ভালো সিনেমায় অনায়াসে ১০০ কোটি টাকার গণ্ডি ছুঁয়ে নেয়। সুপারস্টার (Superstar) শাহরুখ খান বা সালমান খান নয় এখন ১০০ কোটি টাকার সিনেমার তালিকায় এগিয়ে রয়েছেন কঙ্কনা থেকে শুরু করে বিদ্যা বালান সকলেই। আজ আমরা তেমনি কয়েকটি নারীভিত্তিক সিনেমার(Cinema) কথা জানবো যেগুলি খুব সহজেই ১০০ কোটি টাকার গণ্ডি ছুঁয়েছিল।

Vidya Balan

কাহানি (Kahaani): সুজয় ঘোষ পরিচালিত বলিউড (Bollywood) সিনেমা কাহানি সিনেমার প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০১২ সালে। সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বিদ্যা বালান। পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন আবির এবং পরমব্রত। ৮ কোটি টাকা বাজেটের এই সিনেমাটি খুব সহজেই বক্স অফিস থেকে ১০৪ কোটি টাকার ব্যবসা করেছিল।

Alia Bhatt
রাজি (Raji): আলিয়া ভাট অভিনীত এই অসাধারণ সিনেমাটি ২০১৮ সালের মুক্তি পায় মেঘনা গুলজারের পরিচালনায়। ৪০ কোটি টাকা বাজেট নিয়ে সিনেমাটি তৈরি হলেও সিনেমাটি ১৯৭ কোটি টাকা উপার্জন করে।

আরো পড়ুন: পাথর ভাঙ্গার কাজ দিয়ে শুরু করেছিলেন ক্যারিয়ার, এখন কোথায় হারিয়ে গেলেন বালিপাড়ার এই জনপ্রিয় খলনায়ক

তনু ওয়েডস মনু রিটার্নস(Tanu weds Manu Return): এই সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন কঙ্কনা এবং আর মাধবন। নিঃসন্দেহে এই সিনেমায় কঙ্কনার অসাধারণ অভিনয় মুগ্ধ করেছিল সকলকে। ২০১১ সালের মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি মানুষের পছন্দ হলেও সিনেমাটি ১০০ কোটি টাকার মার্কেট ক্রস করতে পারেনি তবে প্রথম পর্ব মুক্তি পাওয়ার চার বছর পর অর্থাৎ ২০১৫ সালে সিনেমা দ্বিতীয় পর্ব মুক্তি পেলে, সেটি ২৫৫ কোটি টাকা আয় করে।

Shraddha Kapoor

স্ত্রী(Stree): হরর কিন্তু কমেডি সিনেমা ছিল এই “স্ত্রী”। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর। সিনেমাটি ১৪ কোটি টাকার বাজেট নিয়ে তৈরি হলেও ১৮০ কোটি টাকা আয় করেছিল।

আরো পড়ুন: রবীনা-শিল্পা নয় অক্ষয় কুমারের প্রথম প্রেমিকা ছিলেন এই অভিনেত্রী

গাংগুবাই কাথিওয়াবারি (Gangubai Kathiyawadi): সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আলিয়া। নজরকাড়া অভিনয় করেছিলেন অজয় দেবগন। ২০২২ সালের মুক্তিপ্রাপ্ত সিনেমাটি আলিয়ার অন্যতম একটি সেরা সিনেমা। সিনেমাটি ১০০ কোটি টাকার বাজেট নিয়ে তৈরি হলেও ২০৯ কোটি টাকা আয় করেছিল।

Sonam Kapoor

নীরজা (Neerja): আমরা যতই সোনাম কাপুরের অভিনয় নিয়ে হাসাহাসি করি না কেন, রাম মাধবনি পরিচালিত নীরজা সিনেমায় অসাধারণ অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন সোনাম কাপুর। ২০১৬ সালের মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি ২০ কোটি টাকার বাজেট নিয়ে তৈরি হয়েছিল কিন্তু সিনেমাটি বক্স অফিস থেকে ১৩৫ কোটি টাকা উপার্জন করে।