এগুলি হচ্ছে ভারতের সর্বোচ্চ আয়ের ঐতিহাসিক ভবন, এদের নাম জানলে আপনি গর্বিত বোধ করবেন

আমাদের এই ভারতবর্ষে যত স্থাপত্য (Historical place) রয়েছে, তত স্থাপত্য হয়তো সারা বিশ্বে অন্য কোথাও দেখতে পাবেন না আপনি। এই স্থাপত্যগুলি প্রতি বছর দর্শন করতে আসেন কয়েক লক্ষ পর্যটক। স্বাভাবিকভাবেই এই স্থাপত্যগুলি থেকে ভারতের কোষাগার হয়েছে পূর্ন। আজ আমরা ভারতের এমন ৩টি ঐতিহ্যময় স্থাপত্যের কথা তুলে ধরবো যা এত বছর ভারতের কোষাগারকে পরিপূর্ণ করে রেখেছে।

Taj Mahal

তাজমহল(Taj Mahal): ২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সবথেকে আয়করি ঐতিহ্যময় ভবন হল এটি। এখনো পর্যন্ত তাজমহল থেকে মোট আয় হয়েছে ৫২.৮৩ কোটি টাকা।

Lal kila

আগ্রা ফোর্ট(Agra Fort): দ্বিতীয় তালিকায় রয়েছে আগ্রা ফোর্ট। যেখান থেকে ভারত সরকার আয় করেছে ৪১.৫৬ কোটি টাকা।

qutub minar

কুতুব মিনার(Qutub Minar): তৃতীয় স্থানে রয়েছে ভারতের ঐতিহ্য কত মিনার। ২০১৭ থেকে ২৩ সাল পর্যন্ত ৩০.৯৬ কোটি টাকা আয় করেছে এই স্থাপত্য।

NewzBangla
তবে শুধু এই তিনটি স্থাপত্য নয়, ভারতের বহু স্থাপত্য থেকে কম বেশি কোষাগার পূর্ণ হয়েছে ভারত সরকারের।