ভবিষ্যতের জন্য টাকা বিনিয়োগ করতে চান? এমন জায়গায় টাকা বিনিয়োগ করতে চান যেখানে কম সময়ে ভালো পেতে পারেন? আপনার জন্য সবথেকে সুবিধা জনক বিনিয়োগ কোনগুলি হতে পারে তারই একটি তালিকা নিয়ে এসেছি আমরা। এই ৭ টি ব্যাংকে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করলে সবথেকে বেশি সুদ পাবেন আপনি।
অ্যাক্সিস ব্যাঙ্ক: এই ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছরের জন্য Fixed deposit করলে আপনি পাবেন ৩.৫০ শতাংশ থেকে ৭.২০ শতাংশ সুদ।
কানাডা ব্যাঙ্ক: এই ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটের জন্য আপনি পেয়ে যাবেন ৪ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ সুদ।
আরো পড়ুন: রয়েছে ২০ টি হাত ১০ টি শুঁড়, আন্টার্কটিকার সমুদ্রের তলায় বিজ্ঞানীদের মিলল ভিনগ্রহের দানব
ইন্ডাসিস ব্যাঙ্ক: এই ব্যাঙ্কে সাত দিন থেকে ১০ বছরের এফডি করলে আপনি পাবেন ৪ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ সুদ।
সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: এই ব্যাঙ্কে দুই কোটি টাকার নিচে ফিক্স ডিপোজিট করলে আপনি পেয়ে যাবেন ৮.৬ শতাংশ সুদ এবং প্রবীণ নাগরিকরা পাবেন ৯.১ শতাংশ সুদ।
উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: এই ব্যাঙ্কে ২ কোটি টাকার নিচে এফডি করলে পাওয়া যায় ৮.৫% সুদ এবং প্রবীণ নাগরিকরা পাবেন ৯.১ শতাংশ।
জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: এই ব্যাঙ্কে দুই কোটি টাকার নিচে এফবি করলে পাবেন ৮.৪% সুদ এবং প্রবীণ নাগরিকরা পাবেন ৯ শতাংশ সুদ।
আরো পড়ুন: এখনই থেমে থাকবে না ISRO, চাঁদের পর এবার লক্ষ্য সূর্য, আরো একটি ইতিহাস গড়ার পথে ভারত
ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: এই ব্যাঙ্কে ২ কোটি টাকার নিচে ফিক্স ডিপোজিটে রাখলে পাবেন ৮.৩% সুদ এবং প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৯ শতাংশ সুদ।
এই সুদের হার বৃদ্ধির পেছনে দুটি কারণ আছে। প্রথমত ভারতের মূল্যস্ফীতি বাড়ার পাশাপাশি সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দ্বিতীয়ত, ভারতের অর্থনীতি শক্তিশালী হয়েছে অনেকটাই। এই বৃদ্ধি বিনিয়োগকারীদের জন্য এটি ভালো খবর এনেছে। তবে বিনিয়োগের আগে অবশ্যই আর্থিক লক্ষ্য এবং ঝুঁকি গ্রহণের ইচ্ছা বিবেচনা করে নেওয়া উচিত।