এখনকার সমাজে সম্পর্ক ভেঙে যাওয়া কোন বড় কথা নয়, তাও সেটা যদি হয় বলিউডের (Bollywood) সম্পর্ক। প্রেম করে বিয়ে আর সেই বিয়ে ভেঙে যাওয়া এখন ভীষণ কমন একটি ব্যাপার। তবে এত ভাঙ্গা গড়ার মধ্যেও এমন কিছু সম্পর্ক রয়েছে যা প্রেমের সংজ্ঞাকে অন্য মাত্রা দেয়। এমন কিছু তারকা রয়েছেন যারা নিজেদের স্ত্রীর দীর্ঘ আয়ু কামনার জন্য নিয়মিত ব্রত পালন করেন। অবাক হয়ে গেলেন তাই না? চলুন আজ সেই অভিনেতাদের(Actor)কথাই আপনাদের বলব যারা নিজেদের স্ত্রীকে নিজের থেকেও বেশি ভালোবাসেন।
অভিষেক বচ্চন (Abhishek Bachchan): প্রায় এক দশক আগে ভালোবেসে তিনি বিয়ে করেছিলেন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনকে। এখনো এই দম্পতির কেমিস্ট্রি দেখলে হিংসা করতে হয়। অভিষেক নিজের স্ত্রীকে এতটাই ভালোবাসেন যে প্রত্যেক বছর করওয়া চৌথের সময় ব্রত পালন করেন স্ত্রীর আয়ুর জন্য।
আরো পড়ুন: এই ৬ বলিউড তারকা যারা এখনো পর্যন্ত OTT তে করছেন সর্বোচ্চ টাকা আয়, টাকার অঙ্ক চমকে দেবে আপনাকেও
আয়ুষ্মান খুরানা (Ayushman Khurana): একেবারে অন্য ধাঁচের মানুষ আয়ুষ্মান। চিরকালই স্ত্রীকে ভীষণ ভালোবাসেন তিনি। আয়ুষ্মানে স্ত্রী তাহিরা কাশ্যপ যখন স্তন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তখন তিনি নিয়মিত ওষুধ খেতেন এবং কোন ব্রত করতে পারতেন না। সেই কঠিন সময় স্ত্রীর সুস্থতা কামনা করে আয়ুষ্মান নিয়মিত ব্রত পালন করতেন।
রণবীর সিং (Ranveer Singh): রণবীর সিং যে কতখানি বউ পাগল তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। রণবীর এবং দীপিকা দুজনেই একসঙ্গে উপোস করেন। রণবীর আবার দীপিকার নামে মেহেন্দিও পরেন নিজের হাতে।
আরো পড়ুন: ভুলে যান স্বাস্থ্যসাথী, লক্ষী ভান্ডারের কথা! সরকারি এই দুর্দান্ত প্রকল্পে এখন আপনিও লাভ উঠাতে পারবেন ২ লক্ষ টাকার
করণ সিং গ্রোভার(Karan Singh Grover): বিপাশা বসু এবং করণ সিং এর প্রেমের কথা আমরা সকলেই জানি। বিপাশা করনের তৃতীয় স্ত্রী। চার বছর আগে ধুমধাম করে বিয়ে করেছিলেন তারা। বিয়ের পর থেকে নাকি একে অপরের জন্য মঙ্গলার্থে উপোস করেন এই জুটি।
রাজ কুন্দ্রা(Raj Kundra): যতই নীল ছবির জন্য শ্রীঘরে যেতে হোক না কেন, স্ত্রীকে কিন্তু ভীষণ ভালোবাসেন রাজ। প্রতিবছর শিল্পার জন্য ব্রত পালন করেন রাজ কুন্দ্রা।