অভিনয় জগতকে বিদায় জানিয়ে মাধ্যমিক দেওয়ার আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউডের এই ৬ জনপ্রিয় অভিনেত্রী

আজ থেকে কয়েক বছর আগেও ইন্ডাস্ট্রিতে (Industry) ৪০ বা ৩৫ বছর আগে কোন অভিনেত্রী বিয়ে করতেন না কিন্তু বর্তমানে আমরা দেখছি অনেক অভিনেত্রী (Bollywood Actress) এমন রয়েছেন যারা বেশ তাড়াতাড়ি বিয়ে করে ফেলছেন এবং সন্তানের মা হয়ে যাচ্ছেন। দিন অনেকটাই পাল্টেছে তাই এখন সংসার বা সন্তান সামলে অভিনয় জগতে ব্যস্ত থাকা যায় তাই হয়তো এখন তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নেন অভিনেত্রীরা(Actress)। কিন্তু একটা সময় ছিল যখন বিয়ের পর আর অভিনয় জগতের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যেত না। আজ এমনই কয়েকজন অভিনেত্রীর কথা আপনাদের জানাবো যারা বিয়ের পর আর অভিনয় জগতের সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি।

Bhagyashree

ভাগ্যশ্রী(Bhagyashree):ম্যানে পেয়ার কিয়া“- তে সিনেমা সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন ভাগ্যশ্রী। অসাধারণ সুন্দরী এই নায়িকার প্রেমে পড়েছিলেন বহু পুরুষ। কিন্তু ওই একটি মাত্র সিরিয়ালে অভিনয় করেছিলেন এই নায়িকা তারপর কাজের প্রচুর অফার এলেও বিবাহিত হওয়ার কারণে তিনি অভিনয় করতে পারেননি। মাত্র ১৯ বছর বয়সী হিমালয় দাসানীকে বিয়ে করে অভিনয় ছেড়ে দেন তিনি।

আরো পড়ুন : পাকিস্তান বাংলাদেশের কথা তো সকলেই জানা, তবে আপনি কী জানেন ভারত ভেঙে ভাগ হয়েছে এই ১১ টি দেশে

সায়রা বানু(Saira Banu): বলিউডের অন্যতম সুন্দরী সায়রা বানু ১৯৬৬ সালে বয়সের প্রায় দ্বিগুণ বড় দিলীপ কুমারকে বিয়ে করেছিলেন। বিবাহ করার সময় সায়রার বয়স ছিল মাত্র ২১ বছর। বিয়ের পরেও অবশ্য তিনি বেশ কিছুদিন কাজ করেছিলেন ইন্ডাস্ট্রিতে।

Divya Bharti

দিব্যা ভারতী (Divya Bharti): বলিউডের আরেক সুন্দরী অভিনেত্রীর নাম দিব্যা ভারতী। খুব কম সময়ের মধ্যে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছিলেন। দুর্ভাগ্যবশত তার মৃত্যু আজও মানুষের কাছে রহস্যজনক। ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন সাজিদ নাদিয়াদওয়ালাকে বিয়ে করেন তিনি, যখন তার বয়স ছিল মাত্র ১৮ বছর।

নিতু সিং কাপুর(Neetu Singh Kapoor): নিতুর ক্যারিয়ার যখন শীর্ষে, ঠিক তখনই ২১ বছর বয়সে তিনি ঋষি কাপুরকে বিয়ে করে নেন। কাপুর পরিবারের নিয়ম অনুযায়ী নিতুকে অভিনয় ছেড়ে দিতে হয়।

আরো পড়ুন : একটি টিকিটের মূল্য ২০ লক্ষ টাকা, জানুন ভারতের সবচেয়ে ব্যয়বহুল ট্রেন সম্পর্কে

ডিম্পল কাপাডিয়া(Dimple Kapadia): নিঃসন্দেহে একজন অসাধারণ অভিনেত্রী ছিলেন ডিম্পল কাপাডিয়া। আশ্চর্যজনকভাবে প্রথম সিনেমা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি রাজেশ খান্নাকে বিয়ে করে নেন। মাত্র ১৬ বছর বয়সে ৩২ বছর বয়সী রাজেশ খান্নাকে বিয়ে করে কিছুদিনের মধ্যেই ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়ে নেন।

Aditi Rao Hydari

অদিতি রাও হায়দারি(Aditi Rao Hydari): অদিতি এমন একজন অভিনেত্রী ছিলেন যাকে এক নজরে পছন্দ করে ফেলতেন সাধারণ মানুষ। ভীষণ শান্ত এবং চুপচাপ এই অভিনেত্রীকে ভালোবাসতেন না এমন মানুষ পাওয়া যাবে না। মাত্র ২১ বছর বয়সে সত্যদীপ মিশ্রাকে বিয়ে করে তিনি সংসারে মন দেন। দুর্ভাগ্যবশত কিছু বছরের মধ্যে তাদের ডিভোর্স হয়ে যায় এবং সত্যদীপ বিয়ে করেন মাশাবা গুপ্তকে, অন্যদিকে অদিতি এখন দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেতা সিদ্ধান্তের সঙ্গে প্রেম করেন।