প্রেমিকদের সাথে দীর্ঘদিন চুটিয়ে সহবাস, তবুও ৪০ পেরিয়েও অবিবাহিত আজ বলিউডের এই ৫ অভিনেত্রীরা

একাধিক প্রেমে জড়িয়ে পড়া আবার সেই প্রেম বিচ্ছেদ এটা কোন নতুন কথা নয় বলিউডের (Bollywood) জগতে। এখন আবার দীর্ঘদিনের সম্পর্কে বিচ্ছেদ হয়ে তারকারা বিবাহ বিচ্ছেদের পথে এগোচ্ছেন। কিছুদিন আগে যেমন আমির খানের (Aamir Khan) বিবাহ বিচ্ছেদ হল, তেমন আরবাজ খানের দীর্ঘ ১৩ বছরের বিবাহ বিচ্ছেদের ঘটনাও আমরা শুনেছি। বর্তমানে আবার কাজল(Kajol)এবং অজয় দেবগনের(Ajay Devgan) বিবাহ বিচ্ছেদের খবর সকলকে চমকে দিচ্ছে।

কিন্তু এত প্রেম ভাঙ্গা গড়ার মধ্যে কিছু এমন অভিনেত্রী রয়েছেন যারা কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। নিজের ব্যক্তিগত কারণে হোক অথবা কাউকে ভালোবেসে চিরকাল অবিবাহিত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই সমস্ত অভিনেত্রীরা। আজ তেমনি কয়েকজন অভিনেত্রীর সঙ্গে পরিচয় করাবো আপনাকে।

Tabu

টাবু(Tabu): কখনো অজয় দেবগন কখনো সাজিদ নাদিয়াওয়ালার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন টাবু। এক সময় নাকি নাগার্জুনের সঙ্গেও লিভ ইন রিলেশনে ছিলেন এই অভিনেত্রী। তবে ৫০ বছর বয়সে এসেও তিনি অবিবাহিত এবং এই অবিবাহিত থাকার জন্য তিনি সবসময় অজয় দেবগনকে দায়ী করেন। অভিনেত্রী সর্বদা বলেন তিনি অজয় দেবগনকে মন থেকে ভালোবেসে ছিলেন কিন্তু অজয় দেবগনকে বিয়ে করতে পারবেন না বলে তিনি একা থাকা সিদ্ধান্ত গ্রহণ করেন।

আরো পড়ুন: কে কীরকম ধরনের মানুষ চিনতে পারবেন বসার ভঙ্গি দেখেই, কীভাবে? জানুন বিস্তারিত

পারভিন ববি(Parveen Bobby): ৮০ দশকের জনপ্রিয় অভিনেত্রী পারভিন একাধিক বলিউড পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন কিন্তু ব্যক্তিগত জীবনে চিরকালই একা এবং স্বতন্ত্র ভাবে থাকতে পছন্দ করতেন তিনি। একাকীত্ব থেকেই তিনি অবিবাহিত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন কিন্তু পরবর্তীকালে মানসিক সমস্যা দেখা যায় অভিনেত্রী এবং শেষমেষ তিনি তার ফ্ল্যাট থেকে পড়ে মারা যান।

Sushmita Sen

সুস্মিতা সেন(Sushmita Sen): ৪৬ বছর বয়সী সুস্মিতা আজও একা ও সিঙ্গেল মাদার। সুস্মিতা জীবনে বহু প্রেম এসেছে এবং গেছে কিন্তু কখনো বিয়ের কোন সম্পর্ক এগোয়নি। কিছুদিন আগেই ললিত মোদির সঙ্গে ও সম্পর্কে জড়িয়ে পড়ার কথা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল কিন্তু বর্তমানে আরো একবার ১৫ বছরের ছোট প্রেমিক রহমান শোলের সঙ্গে নিজের পুরনো সম্পর্ক ঝালিয়ে নিতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

আরো পড়ুন: বউ পাগলা বলিউডের এই ৬ তারকা, যারা বউয়ের জন্য করেন উপোসও

সুরাইয়া(Suria): ৬০ দশকের এই অভিনেত্রীর সঙ্গে দেবানন্দের প্রেমের সম্পর্ক ছিল। একটি ছবির সেটে নাকি দেবানন্দ সুরাইয়াকে হীরের আংটি দিয়ে প্রেমের প্রস্তাব দেন কিন্তু সুরাইয়ার ঠাকুরমা দেবানন্দকে পছন্দ করতেন না বলে এই সম্পর্ক পরিণতি পায়নি এবং সুরাইয়া চিরকাল একা থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন।

Amisha Patel
আমিশা পাটেল(Amisha Patel): অভিনেত্রীর ক্যারিয়ার যখন শীর্ষে ছিল তখন শুধুমাত্র পারিবারিক কিছু সমস্যার কারণে অভিনেত্রীর ক্যারিয়ার মুখ থুবড়ে পড়ে। পরিচালক বিক্রম ভাটের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল কিন্তু সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর আমিশা প্যাটেল আর কোনদিন কোন সম্পর্কে জড়াননি।