বর্তমানে বর্তমানে বলিউডের(Bollywood) পাশাপাশি টলিউডের (Tollywood) অভিনেত্রীরা কিন্তু বোল্ড দৃশ্যে অভিনয় করার দিকে এগিয়ে রয়েছে অনেকটাই। শুধুমাত্র ছোট পোশাক পরার দিক থেকে নয়, যৌন দৃশ্যে অভিনয় করার দিক দিয়েও এগিয়ে যাচ্ছেন টলিউড (Tollywood) অভিনেত্রীরা। তাই আজ এমন কয়েকজন নায়িকার কথা আপনাদের বলব যারা সাহসী চরিত্রে অভিনয় করে ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছেন।
পাওলি দাম (Paoli Dam): “হেট স্টোরি” হোক অথবা “ছত্রাক”, সাহসী দৃশ্যে পাওলি দামের জুড়ি মেলা ভার। যে কোনো সাহসী চরিত্রে অভিনয় করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না তিনি। সর্বদা অন্যরকম চরিত্র বেছে নিতে সাবলীল পাওলি দাম দীর্ঘ ফিল্ম ক্যারিয়ারে বহুবার নগ্ন দৃশ্যে অভিনয় করেছেন।
স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee): যত দিন যাচ্ছে তত যেন সুন্দরী হয়ে উঠছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ৪০ বছর পেরিয়ে গেলেও বারংবার সাহসী ফটোশুট করে খবরের শিরোনাম ছিনিয়ে নিয়েছেন এই অভিনেত্রী। “টেক ওয়ান” থেকে শুরু করে “আমি আর আমার গার্লফ্রেন্ড”, যে কোনো চরিত্রে বোল্ড দৃশ্যে অভিনয় করতে সর্বদা রাজি স্বস্তিকা।
ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta): কেরিয়ারের প্রথম দিকে কোনদিন নগ্ন দেশে অভিনয় না করলেও এখন বহু সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করে মানুষের মন জয় করে নিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনয় দক্ষতার পাশাপাশি চরিত্র বেছে নেওয়া সব ক্ষেত্রেই ঋতুপর্ণা সেনগুপ্ত এখন এগিয়ে রয়েছেন অন্যদের থেকে অনেকটাই।
আরো পড়ুন: LIC এর দুর্দান্ত পলিসিতে বাজিমাত, অল্প বিনিয়োগেই মিলবে ৫ লক্ষ টাকা রিটার্ন
শ্রীলেখা মিত্র(Sreelekha Mitra): ব্যক্তিগত জীবনের পাশাপাশি পর্দায় সাবলীল এবং সাহসী শ্রীলেখা সেই সময় থেকে সাহসিক দৃশ্যে অভিনয় করতে শুরু করেছেন যখন বাঙালি অভিনেত্রীরা এই নগ্ন দৃশ্য অভিনয় করার কথা চিন্তা ভাবনাই করতেন না। উড়ো চিঠি, হ্যালো কলকাতা, কাঁটাতার সহ আরো বহু সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করেছেন তিনি।
আরো পড়ুন: বিশ্বের এই ৫ টি দীর্ঘতম রেলপথে ট্রেনের গতিবেগ দেখে লজ্জা পাবে বন্দে ভারতও, নামগুলি জেনে চমকে যাবেন আপনিও
রূপা গাঙ্গুলী(Rupa Ganguly): মহাভারতের দ্রৌপদী চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেছিলেন রূপা গাঙ্গুলী। বর্তমানে অন্তরমহল, শূন্য এ বুকে সহ আরো বহু সিনেমাতে সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে এই অভিনেত্রীকে।