এবার পুজোয় বাজার কাঁপাতে আসছে চলেছে এই দুর্ধর্ষ ৩ টি বাইক

এবার ভারতের বাজারে চালু হতে চলেছে আরো তিনটি নতুন বাইক (New Bike), যার মধ্যে রয়েছে হিরো কারিশমা (Hero Karizma), রয়্যাল এনফিল্ডের (Royal Enfield) নিউ জেনারেশন বুলেট ৩৫০ (Bullet 350) এবং টিভিএস অ্যাপাচে আরটিআর৩১০ (TVS Apache RTR310) স্পোর্টস বাইকের নেকেড ভার্সন। ভারতীয় বাজারে গত মাসে দুটি আকর্ষণীয় মোটরবাইক চালু হয়েছে। প্রথমটি এক্স৪৪০ (X440), যেটি হার্লে ডিভিশন (Harley Davidson) এবং হিরো মোটোক্রপের (Hero MotoCorp) যৌথ উদ্যোগে তৈরি এবং দ্বিতীয়টি হলো স্পিড ৪০০ (Speed 400), যা দেশীয় বাইক নির্মাতা বাজাজের (Bajaj) সঙ্গে হাত মিলিয়ে তৈরি করেছে ট্রায়াম্ফ (Triumph)। আসুন জেনে নেওয়া যাক এই বছরের সেই বিশেষ তিনটি বাইক সম্পর্কে বিস্তারিত তথ্য।

TVS Apache 310
হিরো কারিশমার এক্সএমআর (Hero Karizma XMR) : চলতি বছরের ২৯শে আগস্ট এই বাইকটি চালু হতে চলেছে। প্রখ্যাত বলিউড অভিনেতা ঋত্বিক রোশান, কারিশমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। এই বাইকটি হিরোর ইতিহাসে প্রথমবার লিকুইড কুল্ড ইঞ্জিন সহ আসতে চলেছে। এতে থাকবে ছয়টি গিয়ারযুক্ত ২১০ সিসির শক্তিশালী ইঞ্জিন। এই বাইকটি স্টিলের ট্রেলিস ফ্রেম এবং বক্স টাইপ সুইংআর্ম নিয়ে গঠিত প্লাটফর্মের উপর ভিত্তি করে নির্মিত। এই বাইকে দুটি চাকাতেই থাকছে ডিস্ক ব্রেক সহ ডুয়েল চ্যানেল এবিএস স্ট্যান্ডার্ড।

আরো পড়ুন: স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ আবেদন

নিউ জেনারেশন রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ (Royal Enfield Bullet 350) : চলতি বছরের ৩০শে আগস্ট ভারতে নব প্রজন্মের বুলেট ৩৫০ চালু করতে চলেছে রয়্যাল এনফিল্ড। এই বাইকটিতে নতুন প্রযুক্তির পাশাপাশি উন্নত ডিজাইন দেখা যাবে। এই বাইকে জে সিরিজের ৩৪৬ সিসির ইঞ্জিন থাকবে, যা থেকে সর্বোচ্চ ২০.২ বিএইচপি শক্তি এবং সর্বাধিক ২৭ এনএম টর্ক উৎপাদিত হয়। এতে থাকবে ফাইভ স্পিড গিয়ার বক্স। বাইকটির সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে টুইন সক অ্যাবজর্ভার ব্যবহার করা হবে, এছাড়া দুই চাকায় ডিস্ক ব্রেক সহ সিঙ্গেল চ্যানেল এবিএস থাকবে।

Harley X 440

আরো পড়ুন: মুকেশ পত্নী নীতা আম্বানির ২০০ কোটি টাকা খরচে তৈরি বাথরুমে বিশেষত্ব জেনে কপালে উঠবে চোখ

টিভিএস অ্যাপাচে আরটিআর ৩১০ (TVS Apache RTR 310) : চলতি বছরের ৬ই সেপ্টেম্বর টিভিএস লঞ্চ করতে চলেছে একটি নতুন নেকেড বাইক, যার নাম হতে চলেছে আরটিআর৩১০। এটি আদতে ফুল ফেয়ারিং যুক্ত অ্যাপাচে আরটিআর৩১০এর নেকেড ভার্সন। আগের মডেলটির মতোই এতে ৩১২.২ সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হবে, যা ৯৭০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৩৩.৫ বিএইচপি শক্তি এবং ৭৭০০ আরপিএম গতিতে সর্বাধিক ২৭.৩ এনএম টর্ক উৎপাদন করতে পারে। এই বাইকে থাকবে ফুল এলইডি লাইট সিস্টেম, ব্লুটুথ সাপোর্টেড টিএফটি কালার ডিসপ্লে, রাইডিং মোড, স্লিপার ক্লাচ প্রভৃতি।