রয়্যাল এনফিল্ড (Royal Enfield) বাইক হলো রেট্রো স্টাইল এবং মডার্ন ডিজাইনের বাইকের জন্য বিখ্যাত। এই কোম্পানীর বাইক কিনতে লাইন লেগে যায় ক্রেতাদের। ভারত ছাড়াও আমেরিকা, ইউরোপে এই কোম্পানীর নাম রয়েছে। ভারতের প্রায় সব রাজ্যেই রয়্যাল এনফিল্ডের বাইক পাওয়া যায়। বাজারে এই কোম্পানীর অনেক মডেলই উপলব্ধ, যেমন রয়্যাল এনফিল্ড সুপার মিটিওর, রয়্যাল এনফিল্ড ইন্টারসেপটার, রয়্যাল এনফিল্ড কন্টিনেন্টাল, রয়্যাল এনফিল্ড হিমালয়ান, রয়্যাল এনফিল্ড ক্লাসিক, রয়্যাল এনফিল্ড হান্টার প্রভৃতি। এর মধ্যে বেশিরভাগ বাইকের দাম ২ লাখের উপরে। তবে রয়্যাল এনফিল্ডের ২ লাখের নীচে সেরা ৩টি বাইক রয়েছে, যা ৩৫০ সিসির ইঞ্জিন এবং ডিজাইনের জন্য বেশ জনপ্রিয়। আজ আমরা সেই ৩টি বাইক সম্পর্কে বলতে চলেছি। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত।
আরো পড়ুন: চাপ বাড়লো মুকেশ আম্বানি সংস্থার, ভারতের টেলিকম সেক্টরে রাজকীয় এন্ট্রি হতে চলেছে Elon Musk এর
রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ (Royal Enfield Classic 350) : এই বাইকে ৩৫০ সিসি ইঞ্জিন, যা সর্বোচ্চ ২০.২১ পিএস শক্তি উৎপন্ন করতে পারে। বাইকটির মাইলেজ ৪১ কিমি। দু চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক ও ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এর টপ স্পিড ৯৭.৯২ কিমি প্রতি ঘণ্টা। রয়েছে স্পোক হুইল। বাইকের কার্ব ওয়েট ১৯৫ কেজি, সিটের উচ্চতা ৮০৫ মিলিমিটার। ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১৩ লিটার। এই বাইকে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি এবং ডিজিটাল ওডোমিটার/ট্রিপমিটার। রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০এর দাম ১.৯৩ লাখ টাকা।
রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ (Royal Enfield Hunter 350) : বাইকের বাজারে বেশ জনপ্রিয়তা লাভ করেছে রয়্যাল এনফিল্ড হান্টার। এতে রয়েছে ৩৪৯ সিসি ইঞ্জিন, যা সর্বোচ্চ ২০.৪ পিএস শক্তি তৈরি করে। রয়্যাল এনফিল্ড হান্টারের দু চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক ও ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। হান্টার মাইলেজ দেয় ৩৬ কিলোমিটার। বাইকে রয়েছে ইএসবি চার্জিং পোর্ট, ডিজিটাল ট্রিপমিটার, স্পিডোমিটার। বাইকের সর্বোচ্চ গতি ১১৪ কিমি প্রতি ঘণ্টা। এর ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১৩ লিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৫০ মিলিমিটার, সিটের উচ্চতা ৭৯০ মিলিমিটার এবং কার্ব ওয়েট ১৮৯ কেজি। রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০এর দাম ১.৭৫ লাখ টাকা।
রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম 411 (Royal Enfield Scram 411) : এই বাইকে রয়েছে ৪১১ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বাধিক ২৪.৩১ পিএস শক্তি উৎপন্ন করে। এই বাইকের দু চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল এবিএস। এতে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ও হ্যালোজেন হেডলাইট। এই বাইকের মাইলেজ ৩৫ থেকে ৩৮ কিলোমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২০০ মিলিমিটার। এই বাইকের দাম ২ লাখ টাকার থেকে সামান্য বেশি। পাহাড়ি রাস্তার জন্য আদর্শ এই বাইক।