ফোর্বস (Forbes) প্রকাশিত বিশ্বের ১০ জন ধনী ব্যক্তির তালিকায় টেসলার সিইও ইলন মাস্ক (Elon Musk) রয়েছেন এক নম্বরে। ফ্রান্সের বার্নার্ড আরনাল্ট রয়েছেন ২ নম্বরে এবং জেফ বেজোস রয়েছেন ৩ নম্বরে। এই ধনী ব্যক্তিদের মোট সম্পত্তি অনেক দেশের জিডিপির চেয়েও বেশি। আসুন জেনে নেওয়া যাক সেই ১০ জন ধনী ব্যক্তির সম্পত্তির পরিমাণ সম্পর্কে বিস্তারিত।
ইলন মাস্ক (Elon Musk) : ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৩৪.১বিলিয়ন ডলার। তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা এবং মহাকাশ অনুসন্ধান সংস্থা স্পেসএক্স সহ বেশ কয়েকটি বড় কোম্পানীর সিইও। মাস্ক যখন ২০২২ সালের অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনেছিলেন, তখন তিনি শিরোনামে ছিলেন।
বার্নার্ড আর্নল্ট (Bernard Arnault) : বার্নার্ড আর্নল্ট বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি। তিনি মোয়েট হেন্নেসি লুইস ভুইটনের সিইও এবং চেয়ারম্যান, যেটি বিশ্বের বৃহত্তম বিলাস দ্রব্য কোম্পানী এবং যার মধ্যে প্রায় ৭০টি বিখ্যাত ফ্যাশন ও প্রসাধনী ব্র্যান্ড রয়েছে৷ আর্নল্টের মোট সম্পত্তি ২৩০.৩ বিলিয়ন ডলার।
জেফ বেজোস (Jeff Bezos) : জেফ বেজোস ২০২১ সালের জুলাই মাসে চেয়ারম্যান হিসাবে তাঁর পদ বজায় রেখে ই-কমার্স পাওয়ার হাউস অ্যামাজনের সিইও হিসাবে তাঁর পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর মোট সম্পত্তি ১৫১.৭ বিলিয়ন ডলার।
আরো পড়ুন: পৃথিবীর দিকে আছে ভয়ঙ্কর সৌরঝড়, অন্ধকার হবে পৃথিবীর একাংশ! নাসার চরম সতর্কতা
ল্যারি এলিসন (Larry Ellison) : ল্যারি এলিসন ১৯৭৭ সালে সফ্টওয়্যার ফার্ম ওরাকল প্রতিষ্ঠা করেন এবং ২০১৪ সাল পর্যন্ত এর সিইও পদে অধিষ্ঠিত ছিলেন। বর্তমানে, তিনি কোম্পানীর সভাপতি এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তার ভূমিকা পালন করছেন। এলিসনের মোট সম্পত্তি ১৪৬.৩ বিলিয়ন ডলার।
বিল গেটস (Bill Gates) : ফোর্বস ১৯৮৭ সালে বিল গেটসকে প্রথমবারের মতো বিলিয়নিয়ার হিসাবে স্বীকৃতি দেয়। ফোর্বসের অনুমান অনুসারে, ২০২৩ সালের ১লা মে থেকে ১লা জুন পর্যন্ত গেটসের সম্পত্তি প্রায় ৫০০ মিলিয়ন ডলার বেড়েছে। বর্তমানে তাঁর মোট সম্পত্তি ১১৭.৯ বিলিয়ন ডলার।
ওয়ারেন বাফেট (Warren Baffett): ওয়ারেন বাফেটের মোট সম্পত্তির পরিমাণ ১১১.৬ বিলিয়ন ডলার। বাফেট, ব্যাপকভাবে ‘ওরাকল অফ ওমাহা’ নামে পরিচিত ইতিহাসের সবচেয়ে দক্ষ বিনিয়োগকারীদের একজন। ২০১০ সালে বাফেট, বিল গেটস এবং মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস, গিভিং প্লেজ উদ্যোগ প্রতিষ্ঠা করেন, যা কোটিপতিদের সম্পত্তির অন্তত ৫০ শতাংশ দাতব্য সংস্থায় দান করার আহ্বান জানায়। বাফেট তাঁর সম্পদের ৯৯ শতাংশ দাতব্য প্রতিষ্ঠানে দান করার ইচ্ছা প্রকাশ করেছেন।
আরো পড়ুন: মুরগির পিছনে ছুটতে ছুটতে পেলেন নতুন দেশের সন্ধান! প্রায় ২০০০ বছরের পুরনো শহর দেখে চক্ষু চড়কগাছ
ল্যারি পেজ (Larry Page) : ল্যারি পেজ এবং তার সহযোগী স্ট্যানফোর্ড পিএইচডি ছাত্র সের্গেই ব্রিন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন। বর্তমানে, তিনি গুগলের মূল কোম্পানী অ্যালফাবেটের বোর্ডের সদস্য হিসেবে কাজ করছেন। তাঁর মোট সম্পত্তি ১০২.৪ বিলিয়ন ডলার।।
স্টিভ বালমার (Steve Ballmer) : বিল গেটসের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহপাঠী স্টিভ বালমার ২০০০ থেকে ২০১৪ সাল পর্যন্ত মাইক্রোসফটের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। যে বছর বালমার, মাইক্রোসফ্ট থেকে অবসর নিয়েছিলেন, সেই বছরই তিনি লস অ্যাঞ্জেলেস ক্লিপারস বাস্কেটবল দলকে ২ বিলিয়ন দিয়ে কিনে শিরোনামে ছিলেন। বালমারের মোট সম্পত্তি ১০২.৮ বিলিয়ন ডলার।
কার্লোস স্লিম হেলু (Carlos Slim Helu) : কার্লোস স্লিম হেলু, লাতিন আমেরিকার বৃহত্তম মোবাইল টেলিকমিউনিকেশন কোম্পানী আমেরিকা মুভিলকে নিয়ন্ত্রণ করেন, যেটি ১৫টিরও বেশি দেশে কাজ করে। হেলুর মোট সম্পত্তি ১০১.৬ বিলিয়ন ডলার।
মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) : মার্ক জুকারবার্গ হলেন ফেসবুকের সিইও। তাঁর মোট সম্পত্তি ১০১.২ বিলিয়ন ডলার।