পুষ্পা ২ তে থাকবে বড়সড়ো চমক, আল্লু অর্জুন কে টেক্কা দিতে মাঠে নামছেন বলিউডের এই নামীদামী নায়ক

মহামারীর পর মানুষকে আবার প্রেক্ষাপটমুখী করেছিল পুষ্পা(Pushpa )। কয়েক হাজার কোটি টাকার ব্যবসা করে হল মালিকদের মুখে হাসি ফুটিয়েছিল এই সিনেমা। পুষ্পা এমন একটি সিনেমা, যার মাধ্যমে আরো একবার দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির(South Film Industry) জয়জয়কার শোনা গেল সারা ভারতবর্ষে জুড়ে।

 

আপাতত এই ফ্রাঞ্চাইসির দ্বিতীয় কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দ্বিতীয় পর্বের কাজ। হায়দ্রাবাদের একটি গানের শ্যুট চলছে বলে জানা গেছে সংবাদ মাধ্যম সূত্র অনুযায়ী। সূত্র অনুযায়ী, আরো জানা গেছে, এই গানে বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে(Disha Patani)অভিনয় করতে দেখা যাবে।Pushpa 2

আরো পড়ুন: এক সময় দক্ষিণের ছবি দিয়ে শুরু করেছিলেন ক্যারিয়ার, আজ বলিউডে রাজত্ব করছেন এই ৬ অভিনেত্রী

তবে চমক আরো বাকি আছে। পুষ্পা ২ সিনেমায় আল্লু অর্জুনের(Allu Arjun) সঙ্গে দেখা যাবে আরো এক বলিউড তারকাকে। এখন দক্ষিণী সিনেমাতে বলিউড তারকার অভিনয় করা কোন নতুন কথা নয়। এর আগেও অনেক দক্ষিণী সিনেমায় সগৌরবে অভিনয় করেছেন বলিউড(Bollywood)অভিনেতারা।

 

পুষ্পা টু সিনেমায় যে বলিউড তারকাকে আমরা অভিনয় করতে দেখব, তিনি আর কেউ নন বলিউডের বিখ্যাত তারকা রণবীর সিং(Ranveer Singh)। শোনা যাচ্ছে, পুষ্পা টু সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন রণবীর। এই সিনেমায় আল্লু এবং রনবীরের যুগলবন্দি দেখতে পাবো আমরা। যদিও এই কথায় এখনো নির্মাতারা শিলমোহর বসাননি। তবে সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তির সময় আমরা পুষ্পা টু সিনেমায় রণবীরের অনবদ্য অভিনয় দেখতে পাবো।

আরো পড়ুন: ভারতের ধনকুবের মুকেশ আম্বানির প্রাণের প্রিয় অ্যান্টিলিয়ার অন্দরমহলের ছবিগুচ্ছ দেখে প্রেমে পড়বেন আপনিও

পুষ্পা সিনেমার ব্যাপক সাফল্যের পর নির্মাতারা ঠিক করেছিলেনএই ফ্রাঞ্চাইসিটি তিন ভাগে মুক্তি দেবেন তারা। এখন আপাতত মানুষ তাকিয়ে রয়েছেন দ্বিতীয় কিস্তির দিকে। সব ঠিক থাকলে ২০২৫ সালের শেষের দিকে আমরা দেখতে পাবো তৃতীয় পর্ব। পুষ্পা সিনেমার মতোই তার আরো দুই পর্ব একইভাবে বক্স অফিসে সাফল্য অর্জন করবে কিনা তা দেখার সময়ের অপেক্ষা।Allu Arjun