ATM কার্ডের নিয়মে এলো বড়সড়ো পরিবর্তন, ভুল করলেই পড়তে পারেন বিপদে! জানুন বিস্তারিত

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(Reserve Bank of India) আরো একবার ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডগুলোর জন্য নতুন একটি নির্দেশিকা জারি করল। এই নতুন নিয়ম অনুসারে সমস্ত ধরনের কার্ডের (Credit Card) নিরাপত্তা আরো বেশি উন্নত হবে। এই নিয়মগুলি গ্রাহক থেকে শুরু করে সকলকেই মেনে চলতে হবে। চলুন দেখে নেওয়া যাক কি সেই নিয়ম।

১) বাধ্যতামূলক টু ফ্যাক্টর অথেন্টিকেশন: ইলেকট্রনিক কার্ডের লেনদেনগুলিকে আরো বেশি সুরক্ষিত করার জন্য ডেভিড এবং ক্রেডিট কার্ডের অর্থ প্রধানকে একটি টু ফ্যাক্টর অথেন্টিকেশন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে যেতে হয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে কার্ড ব্যবহার করার সময় অতিরিক্ত যাচাই করুন করতে হবে, যার মধ্যে ওয়ান টাইম পাসওয়ার্ড গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন: পরিবারের সবাই বিনোদন জগতের সাথে যুক্ত থাকলেও মেয়ে রাহাকে অন্য পেশায় নিয়ে আসতে চান আলিয়া

২) যোগাযোগ হীন কার্ড লেনদেনের সীমা: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন নিয়ম অনুযায়ী, প্রত্যেক গ্রাহক পিন প্রবেশ না করেই প্রতি লেনদেনে ৫ হাজার টাকা পর্যন্ত যোগাযোগহীন অর্থপ্রধান করতে পারেন। এই পরিবর্তনের ফলে ছোট ছোট লেনদেনের জন্য ডিজিটাল পেমেন্ট আরো বেশি সহজ হয়ে উঠলো।

৩) বিদেশে কার্ড ব্যবহার: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আন্তর্জাতিক ব্যবহারের উপর কিছু সীমা নির্ধারিত করে দিয়েছে। কার্ডের মালিকরা তাদের পছন্দ অনুযায়ী আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে নিজের কার্ডকে সক্রিয় অথবা নিষ্ক্রিয় করতে পারবে, যার ফলে দেশের বাইরে কার্ডের অপব্যবহার থেকে রক্ষা পাবেন গ্রাহকরা।

আরো পড়ুন: রণবীর নয় বরং এই বলিউড অভিনেতাকে আলাউদ্দিন খিলজির চরিত্রে দেখতে চেয়েছিলেন বনশালি, শেষ মুহূর্তে হয় প্ল্যান চেঞ্জ

৪) অনলাইন লেনদেন সতর্কতা: এবার থেকে সকল ব্যাংক সব ধরনের কার্ড লেনদেনের পরে গ্রাহকদের বাধ্যতামূলকভাবে ইমেইল অথবা এসএমএস সতর্কতা পাঠাবে। লেনদেনের সর্বোচ্চ ৫ মিনিটের মধ্যে এই সতর্কতা বার্তা পৌঁছে যাবেকদের কাছে।

৫) ব্যর্থ লেনদেন সীমা: যদি একটি কার্ড লেনদেন ব্যর্থ হয় তবে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে গ্রাহকদের অর্থ ফেরত দিতে হবে। যদি ব্যর্থ লেনদেনের ফলে কোন চার্জ নিয়ে থাকে ব্যাংক বা কোন আর্থিক প্রতিষ্ঠান, সেটাও গ্রাহকদের ফেরত দিতে হবে অবিলম্বে।