বড়ই বিস্ফোরক মন্তব্য করে বসলেন বাংলা ইন্ডাস্ট্রির একসময় জনপ্রিয় অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়(Biplab chatterjee) । এই নামটির সাথে আপামর বাঙালি বেশ পরিচিত কারণ তিনি যথেষ্ট দক্ষ অভিনেতা। এক সময়ে বাংলা ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেরিয়েছেন তিনি। তাঁর অভিনয় দক্ষতার জন্য তিনি বহু পুরস্কারেও পুরস্কৃত হয়েছেন। এমনকি দর্শকের মনেও তিনি জায়গা করে নিয়েছেন। তবে তিনি বেশিরভাগ অভিনয় করতেন খল নায়কের চরিত্রে এবং সেই চরিত্রগুলিকে তিনি অত্যন্ত নিপুণভাবে ফুটিয়েও তুলতেন।
আরো পড়ুন: বাহুবলী, RRR, আদিপুরুষ নয়! ভারতে তৈরি হওয়া সবচেয়ে ব্যয়বহুল সিনেমা কোনটি?
বাস্তবে মানুষটি মোটেও তেমন মানুষ নন, বিভিন্ন সাক্ষাৎকারে আমরা তাঁর মার্জিত ব্যবহারই পেয়েছি। এবারে আজ তক বাংলায় একটি সাক্ষাৎকারে এমন কিছু মন্তব্য করেছেন তিনি যার জেরে তাঁর সেই ভিডিও নিমেষে সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল(viral) হয়। তিনি মনে করেন বাংলা ইন্ডাস্ট্রিতে আর তেমন কোন তারকা নেই কারণ বর্তমানে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা নিজেদের তারকা বলেন আদতে বিপ্লব চট্টোপাধ্যায়(Biplab chatterjee) মনে করেন তাঁরা তারকা নন তাঁরা আসলে তরকা। যে তরকা আমার আপনার বাড়ির কাছাকাছি সর্দারজির দোকানে পাওয়া যায়।
আরো পড়ুন: দেশের GDP তে ঝড় তুললো ভারত, গড়ল নতুন রেকর্ড
তারকাদের সাথে রাজনৈতিক যোগাযোগের বিষয়টি উঠে এলে তিনি জানান তিনি এ সমস্ত কিছু একেবারেই পছন্দ করেন না। তবে যে সমস্ত তারকারা আজকাল রাজনৈতিক সম্মেলনে উপস্থিত হন তাঁরা হয়তো রাজনৈতিক দলের থেকে টাকা পান বলেই তিনি মনে করেন। পাল্টা তাঁকে প্রশ্ন করা হয় যে তিনি যদি কোন রাজনৈতিক ডাক পান তাহলে তিনি যাবেন কিনা।
সে বিষয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি কখনোই সেখানে যাবেন না কারণ তিনি এই তৃণমূল কংগ্রেস (Trinomul Congress) দলটিকে একেবারেই পছন্দ করেন না। যেভাবে একের পর এক দুর্নীতির বিষয় সামনে আসছে তাতে করে কখনোই দলটিকে ভালো বলা যায় না। বড় বড় নেতারা যা মুনাফা নেবার তাঁরা ঠিকই লুটে নিচ্ছে শুধুমাত্র পড়ে পড়ে মার খাচ্ছে আপামর সাধারণ মানুষ। তার এহেন বক্তব্য ঘিরে তিনি যে বিতর্কের মুখে পড়লেন তা বলাই যায়।