বর্তমান সময়ে ভারত নব্য প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে চলেছে এবং প্রতিনিয়ত উন্নয়নের দিক দিয়ে পাশ্চাত্যের দেশগুলিকে টেক্কা দিতে শুরু করেছে এবং বিশ্বের বহু দেশকেই দিশা দেখাচ্ছে। ভারতে এবার কয়েক হাজার কোটি টাকা ব্যয় করে এমন এক আন্ডারওয়াটার টানেল (Underwater tunnel) তৈরি করার প্রস্তুতি চলছে, যার মধ্য দিয়ে একসঙ্গে গাড়ি এবং ট্রেন (Train) চলবে। ব্রহ্মপুত্র নদের (Brahmaputra River) নিচ দিয়ে একসঙ্গে গাড়ি ও ট্রেন চালানোর জন্য এই আন্ডারওয়াটার টানেল তৈরি করার পরিকল্পনা করা হয়েছে।
এই নদের নিচ দিয়েই আন্ডারওয়াটার টানেল তৈরি করে একসঙ্গে গাড়ি ও ট্রেন চালানোর পরিকল্পনা গ্রহণ করেছে অসম সরকার (Assam Government)। এই টানেলটি গোহপুর এবং নুমালিগড়কে জুড়বে। ব্রহ্মপুত্র নদের নিচে যে এমন এক আন্ডারওয়াটার টানেল তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা অসম তথা উত্তর-পূর্ব ভারতে প্রথম। অনুমান করা হচ্ছে যে, এই আন্ডার ওয়াটার টানেল তৈরি করার জন্য মোট খরচ হবে ৬ হাজার কোটি টাকা।
আরো পড়ুন: ভারতের সবথেকে নোংরা ও অস্বাস্থ্যকর ট্রেন,ভুলেও কাটবেন না টিকিট
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে, “ব্রহ্মপুত্র নদের নিচ দিয়ে এই রকম একটি টানেল (Tunnel) করার স্বপ্ন ছিল। আমি ভেবেছিলাম এমন টানেলের কথা যেখানে রেললাইন এবং যানবাহন চলার মতন রাস্তাও থাকবে। এই স্বপ্ন এবার সত্যি হতে চলেছে।” গত বছরই এই আন্ডারওয়াটার টানেল তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। অসম সরকারের তরফ থেকে এমন পরিকল্পনা গ্রহণ করার পর কেন্দ্রকে নিজেদের চিন্তাভাবনা সম্পর্কে জানানো হয়।
আরো পড়ুন: বিশ্বের সবথেকে দামি শাড়ি পড়ে এবার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠলো নিতা আম্বানির নাম
এরপর দীর্ঘ আলোচনা শেষে এই টানেল (Tunnel) তৈরির জন্য সম্মতি দেওয়া হয়। ব্রহ্মপুত্রের নিচে এমন টানেল তৈরি করার কাজ শুরু করা হবে আগামী জুলাই মাসে। ব্রহ্মপুত্র নদের ২২ মিটার নিচেএই টানেলটি তৈরি করা হবে। টানেলটির মোট দৈর্ঘ্য হবে ৩৩ কিলোমিটার, যার মধ্যে ১৬ কিলোমিটার থাকবে ব্রহ্মপুত্রের নিচে এবং বাকি অংশ দুদিকে অ্যাপ্রোচ রোড হিসাবে থাকবে। বর্তমানে গোহপুর থেকে নুমালিগড় যেতে প্রায় ২২৫ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় এবং এতে প্রায় ৬ ঘণ্টা সময় লাগে, কিন্তু এই টানেল তৈরি হলে গোহপুর থেকে নুমালিগড় পৌঁছতে সময় লাগবে মাত্র কয়েক ঘণ্টা।