ভারতের মতন একটি বিশাল দেশ (Country)যেখানে গ্রাম থেকে শহরে ছড়িয়ে রয়েছে বহু জনজাতি, যেখানে একটি শহর থেকে অন্য শহরে সড়ক পথে যাত্রা করলে অনেক অর্থ খরচ হয়ে যায়। সেখানে রেলপথ (Railway) যে একটি বিকল্প এবং সুবিধা জনক মাধ্যম হবে তা বলাই বাহুল্য।প্রতিদিন শুধুমাত্র কাজের ক্ষেত্রে মানুষ এই রেলপথ ব্যবহার করে তা নয় এমন অনেক মানুষ রয়েছেন যারা এই রেলপথকেই নিজের রোজ রোজগার বানিয়ে ফেলেছেন। প্রতিদিন এই রেল মাধ্যমে কয়েক হাজার হকার পণ্য বিক্রি করে নিজের দিন গুজরান করছেন।
এমতাবস্থায় এই বিরাট রেল মাধ্যমে অনেক কথাই আমাদের কাছে অজানা থেকে যায়। অনেক তথ্য সঠিকভাবে আমাদের জানা হয় না। আজ তেমনই একটি অজানা তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যা আপনাদের জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করবে।
আরো পড়ুন: মহাত্মা গান্ধীর আগে ভারতীয় নোটে কার ছিল ছবি? উত্তর দিতে হিমশিম খেয়ে যাচ্ছেন দেশের মানুষজন
একটি জেলা বা একটি রাজ্যের মধ্যেই অনেকগুলি রেলস্টেশন থাকে। এই স্টেশনগুলির মাধ্যমে একটি শহর অন্য শহরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। তবে ভারতের মধ্যে এমন একটি রেলপথ রয়েছে যার দুটি স্টেশনের মধ্যে দৈর্ঘ্য মাত্র ৩ কিলোমিটার। একটি স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে মাত্র ৩ কিলোমিটার অতিক্রম করতে হয় যাত্রীদের।
এই ক্ষুদ্রতম রেলপথ অবস্থিত মহারাষ্ট্রে। এই সব থেকে ছোট দৈর্ঘ্যের রেল পথটি রয়েছে নাগপুর এবং অজনি স্টেশনের মধ্যে। ট্রেন ছাড়ার মাত্র ৯ মিনিটের মধ্যে যাত্রীরা পৌঁছে যান গন্তব্যে। নাগপুর থেকে অজনির মধ্যে মোট চারটি এক্সপ্রেস চলাচল করে যেগুলি হল মহারাষ্ট্র এক্সপ্রেস, শালিমার লোকমান্য তিলক টার্মিনাল এক্সপ্রেস, ভিদার্ভা এফএফ এক্সপ্রেস, সেবাগ্রাম এফ এফ এক্সপ্রেস।
আরো পড়ুন: জানুন ২৯৫টি কোচ বিশিষ্ট দেশের দীর্ঘতম ট্রেন সম্বন্ধে, যার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে সময় লাগে ১ ঘণ্টা
নাগপুর থেকে অজনির মাত্র ৯ মিনিটের জেনারেল সিটের ভাড়া ৬০ টাকা। স্লিপার ক্লাসের ভাড়া ১৭৫ টাকা। এসি ৩ টায়ারের ভাড়া ৫৫৫ টাকা। এসি টু টায়ারের ভাড়া ৭৬০ টাকা। ৯ মিনিটের এই যাত্রাপথে এসি ফাস্ট ক্লাসের ভাড়া ১২৫৫ টাকা। শুধুমাত্র ছোট্ট রেলপথের জন্য নয় এই অস্বাভাবিক ভাবার জন্যও এই রেলপথ ভীষণভাবে বিখ্যাত।