আবারো চাপ বাড়তে চলেছে আমজনতার পকেটে! LPG থেকে ক্রেডিট কার্ডের একাধিক নিয়মে আসছে বড়সড়ো বদল

সাধারণত, প্রতি মাসে কিছু না কিছু পরিবর্তন হয়। জুলাই মাস শুরু হতে চলেছে। নতুন মাস অর্থাৎ নতুন নতুন কিছু নিয়ম এবং যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের আর্থিক দিকে। জুলাই মাস থেকে আবার বেশ কিছু জিনিসের নিয়ম পরিবর্তন হতে চলেছে, যা সরাসরি সাধারণ মানুষের আর্থিক দিকে প্রভাব ফেলবে। এই নতুন মাস থেকে এলপিজি সিলিন্ডার (LPG Cylinder), সিএনজি-পিএনজি (CNG-PNG) সহ বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন ঘটতে চলেছে। জুলাই মাস থেকে কী কী পরিবর্তন ঘটতে চলেছে আজ আমরা সেই সম্পর্কে বলতে চলেছি। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত।

Credit Card

এলপিজি (LPG) : সরকারি তেল সংস্থাগুলি প্রতি মাসের প্রথম দিনে এলপিজির দাম পর্যালোচনা করে এবং কখনো সেগুলো পরিবর্তন করা হয়, কখনো আবার এক দামই রাখা হয়। গত এপ্রিল ও মে মাসে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়। যদিও ১৪ কেজির সিলিন্ডারের দামে কোনোরকম পরিবর্তন হয়নি। গত ১লা জুন বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৮৩.৫০ টাকা কমানো হলেও ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনোরূপ পরিবর্তন হয়নি। কেন্দ্রীয় সরকার এই দামের মধ্যে কিছুটা পরিবর্তন ঘটাতে পারে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন: বিয়েতে মিলেনি দাম্পত্য সুখ! শেষমেষ স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে সহবাস করেন এই ৫ জনপ্রিয় অভিনেত্রী

সিএনজি-পিএনজি (CNG-PNG) : প্রতি মাসের প্রথম তারিখ বা প্রথম সপ্তাহে তেল সংস্থাগুলি সিএনজি এবং পিএনজির দাম পর্যালোচনা করে। জুলাইয়ের প্রথম সপ্তাহে সিএনজি ও পিএনজির দাম পরিবর্তন হবে কি না স্থিতিশীল থাকবে তা নির্ধারণ করা হবে।

ক্রেডিট কার্ড (Credit Card) : ১লা জুলাই থেকে বিদেশে ক্রেডিট কার্ডের খরচের ওপর টিসিএস চার্জ আরোপ করা হবে। ৭ লক্ষ টাকার বেশি ব্যয়ের জন্য ২০ শতাংশ টিসিএস চার্জ ধার্য করা হবে, তবে চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রে এই চার্জ কমিয়ে ০.৫ শতাংশ করা হবে।

LPG

টোল ট্যাক্স (Toll Tax) : বাণিজ্যিক ও ভারী যানবাহনের জন্য দিল্লি-দেহরাদুন জাতীয় সড়কের সিভায়া টোল প্লাজায় টোল ট্যাক্স বাড়ানো হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে এই নতুন দাম কার্যকর হবে। জুলাই মাস থেকে মাল্টিএক্সেল যানবাহনকে ১০ টাকা বেশি এবং বাস ট্রাককে ৫ টাকা বেশি দিতে হবে।

আরো পড়ুন: বাহুবলী, RRR, আদিপুরুষ নয়! ভারতে তৈরি হওয়া সবচেয়ে ব্যয়বহুল সিনেমা কোনটি?

আইটিআর ( ITR ) : করদাতাদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে এবং আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা জুলাই মাসে শেষ হবে। ৩১শে জুলাইয়ের আগে এই কাজটি সাবধানে সম্পন্ন করতে হবে সকল করদাতাদের।