ভারতে বাইকের বাজারে অন্যতম জনপ্রিয় দুই চাকার গাড়ি হলো রয়্যাল এনফিল্ড বুলেট (Royal Enfield Bullet)। এই সংস্থাটি প্রথম দিন থেকেই সকলের মন জয় করে আসছে। দুর্দান্ত পারফর্মেন্স, ফিচার্স নিয়ে বরাবর হাজির হয় এই কোম্পানীটি। আগামী ৩০শে আগস্ট রয়্যাল এনফিল্ডের নতুন ৩৫০ সিসি বুলেট বাইক ভারতের বাজারে আসতে চলেছে বলে জানা গেছে। এই নিয়ে বাইকপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
আরো পড়ুন: প্ল্যাটফর্মের সংখ্যায় দেশের সেরা এই ৫ টি রেল স্টেশন, জানুন কত নম্বরে রয়েছে হাওড়া-শিয়ালদহ
জানা গিয়েছে, বাইকটি তৈরি করা হবে ‘জে’ (J) প্ল্যাটফর্মের আদলে। এই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ক্লাসিক, মিটিওর এবং হান্টার। এবার এই তালিকায় যোগ হতে চলেছে বুলেট। বুলেটটির ইঞ্জিন, পারফরম্যান্স ও একাধিক সুবিধা এটির জনপ্রিয়তা বাড়িয়ে তুলবে। এই বুলেটে রয়েছে ৩৪৬ সিসি ইউসিই (UCE) ইঞ্জিন। একমাত্র এই বুলেটে এই ইঞ্জিনটি দেওয়া হয়। এই দুর্দান্ত বাইকটি বাজারে আসতে আর বেশি দেরি নেই। মনে করা হচ্ছে নতুন বুলেট বাইকে দেওয়া হবে ক্লাসিক রোডস্টার আদল।
এই বাইকটি সর্বোচ্চ ২০.২ ব্রেক হর্সপাওয়ার ও ২৭ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। অনেকেই মনে করছেন নতুন ইঞ্জিন দেওয়ার ফলে বুলেটের যে আওয়াজ, তা মিলিয়ে যেতে পারে। এই বাইকটিতে রেট্রো স্টাইলের হ্যালোজেন ইন্ডিকেটর সিঙ্গেল পিস সিট, ডুয়াল চ্যানেল এবিএস সহ একধিক জিনিস থাকতে পারে। বাইকটি বাজারে চালু হলে তবেই দেখা যাবে আর কি কি ফিচার্স রয়েছে এই বাইকে। এখন দেখার বিষয় যে, এই বাইকে কেমন এক্সহস্ট যোগ করে সংস্থা। নতুন রয়্যাল এনফিল্ড বুলেটের (Royal Enfield Bullet) দাম তুলনামূলক কম থাকবে বলে আশা করা হচ্ছে।